BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৪ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (৩য় টি২০)

WI vs NZ 3rd T20I Highlights - ft

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড 3rd T20I Highlights

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (৩য় টি২০) – হাইলাইটস

গতকাল, তিন ম্যাচের টি২০ সিরিজের ৩য় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাটিং করে লড়াকু পুঁজি দাড় করায় নিউজিল্যান্ড এবং লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু পরে ব্যাটিং-এ নেমে নির্ধারিত সেই ২০ ওভারের ১ ওভার বাকি থাকতেই ম্যাচ নিজেদের করে নেয় তারা। সেই সুবাদে হোয়াইট ওয়াশ এড়িয়ে গেল ক্যারিবীয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয় ব্র্যান্ডন কিং এবং সিরিজ সেরার পুরষ্কার জিতে নেয় গ্লেন ফিলিপস। 

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি ছিল তাদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। সেই মিশনে নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরানকে ছাড়াও সফল হয়েছে রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ক্যারিবীয়রা।

জ্যামাইকার স্যাবিনা পার্কে রোববার রাতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানে থেমে গিয়েছিল নিউজিল্যান্ড। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ছাড়া কেউই ভাল খেলতে পারে নেই। ৩য় ওভারের ৫ম বলে মাঠ থেকে বিদায় নেন মার্টিন গাপটিল। ১৩ বলে ১৫ রান করেছিলেন তিনি সাথে মেরেছিলেন ১টি চার ও ১টি ছয়। এরপরে মাঠ ছাড়েন মিচেল স্যান্টনার ২ চারের সাহায্যে তিনি করেছিলেন ১১ বলে ১৩ রান। ডেভন কনওয়ে করেন ১৭ বলে ২১ রান। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৭ বলে ২৪ রান। তার সংগ্রহে ছিল ২টি চার। 

গ্লেন ফিলিপস চারটি চার ও দুইটি ছয়ের মারে ২৬ বলে করেন ৪১ রান। ওডেন স্মিথের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ড্যারিল মিচেল করেন ১৬ বলে ১৪ রান। এছাড়া জেমস নিশাম(৬), মাইকেল ব্রেসওয়েল (৩), ইশ সোধি(৬) কেউই ১০ এর উপর রান করতে পারে নেই। 

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ ওভারে ২৯ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন ওডেন স্মিথ। ২টি উইকেট নিয়েছেন আকিল হোসেন। এছাড়া ১টি করে উইকেট পান ডমিনিক ড্রেকস ও হেইডেন ওয়ালশ।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০২ রান যোগ করেন ব্র্যান্ডন কিং ও শামার ব্রুকস। ১৪ তম ওভারের ১ম বলে ক্যাচ আউট হন ব্র্যান্ডন কিং। মাত্র ৩৫ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৩ রান করে মাঠ থেকে বিদায় নেন কিং। এরপর তিন নম্বরে নেমে ডেভন থমাস সাজঘরে ফিরে যান ৫ বলে ৫ রান করে। 

তাতে কোনো সমস্যা হয়নি। কারন এরপর আর উইকেট হারাতে হয়নি তাদের। ভারপ্রাপ্ত অধিনায়ক রভম্যান পাওয়েল চার নম্বরে নেমে দুইটি করে চার-ছয়ের মারে ১৫ বলে ২৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। যে কারণে আরেক ওপেনার শামার ব্রুকস ধীর ব্যাটিং করলেও জিততে বেগ পায়নি ক্যারিবীয়রা। ব্রুকস ৫৯ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। তার সংগ্রহে ছিল ৩টি চার ও ২টি ছয়। ৯ রান এক্সট্রা সহ খুব সহজেই জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে ৩৭ রান খরচায় ১টি উইকেট পান টিম সাউদি এবং ৪ ওভারে ৩৬ রান খরচায় আরেকটি উইকেট পান ইশ সোধি। 

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ – ১৫০/২ (১৯.০)

নিউজিল্যান্ড – ১৪৫/৭ (২০.০)

ফলাফল – নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ব্র্যান্ডন কিং 

প্লেয়ার অফ দ্য সিরিজ – গ্লেন ফিলিপস 



ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ডেভন থমাস (উইকেটরক্ষক), শামারহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, ডমিনিক ড্রেকস, আকিল হোসেন, হেইডেন ওয়ালশ, ওডেন স্মিথ, আলজারি জোসেফ
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্টিন গাপটিল, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল
Exit mobile version