BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২১ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (৩য় ওডিআই)

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড-3rd-ODI-Highlights

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (৩য় ওডিআই) – হাইলাইটস

গতকাল, তিন ম্যাচের ওডিআই সিরিজের ৩য় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাটিং করে বিশাল এক লক্ষ্য দাড় করায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাতেও বেশি লাভ হয় নেই নিউজিল্যান্ডের সব প্লেয়ারদের দারুন পারফর্মেন্সে ম্যাচ নিজেদের করে নেয় কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে ভাল ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয় টম ল্যাথাম। দলের স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ৫১ রানের সঙ্গে ৪ উইকেট নিয়ে জেতেন সিরিজসেরার পুরস্কার। 

ঘরের মাঠে বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ সিরিজটি জিততে পারলো না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শেষ ম্যাচ জিতে সিরিজের পাশাপাশি মূল্যবান দশটি পয়েন্টও জিতে নিয়েছে নিউজিল্যান্ড। যার ফলে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ টিকিট।

এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ সুপার লিগের সব খেলা। নিজেদের নির্ধারিত ২৪ ম্যাচে মাত্র নয় জয়ে ৯০ পয়েন্ট পেয়েছে ক্যারিবীয়রা। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান সপ্তম। তবে তাদের নিচে থাকা ছয় দলের মধ্যে পাঁচ দলের সামনেই রয়েছে ৯০’র বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ।

সুপার লিগ থেকে শীর্ষ আট দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। তাই এখন অন্যদের ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হবে ক্যারিবীয়দের। অন্যদিকে ১২ ম্যাচ খেলে ১১ জয়ে ১১০ পয়েন্ট নিয়ে অনেকটাই নিরাপদে রয়েছে কিউইরা।

বার্বাডোজে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে কাইল মায়ার্সের সেঞ্চুরি, নিকোলাস পুরানের ঝড় ও শাই হোপের ফিফটিতে ৩০১ রানের সংগ্রহ দাঁড় করেছিল স্বাগতিকরা। জবাবে মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, টম লাথাম ও ড্যারেল মিচেলের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৭ বল আগেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

ইনিংসের প্রথমেই ঝড়ো ব্যাটিং-এ ১৫৬ রান করেন দুই ওপেনার। কিন্তু ৩৫ তম ওভারে ফিফটি করে সাজঘরের পথ ধরেন শাই হোপ। ওপেনার হোপ ৫১ রান করতে খেলেন ১০০টি বল। ৩টি চার ও ১ট ছয় ও মেরেছিলেন তিনি। এরপর ক্যারিবীয়দের হয়ে সেঞ্চুরি হাঁকান মায়ার্স। দুর্দান্ত এক ইনিংস খেলার পর ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তার ব্যাট থেকে আসে ১১০ বলে ১০৫ রান। তার ১০৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ৩টি ছয় দিয়ে।

অধিনায়ক পুরান মাত্র ৫৫ বলে করেন ৯১ রান। তার এই দুর্দান্ত ইনিংসে ছিল ৯টি ছয় ও ৪টি চার। শেষ দিকে আলজারি জোসেফ করেন ৬ বলে ২০ রান। তিনি ১ টি চার ও দুটি ছয় মেরেছিলেন। এছাড়া কেউই ৪ রানের বেশি করতে পারে নেই। বাকি ছয় খেলোয়াড় মিলে করেছিল মাত্র ১৩ রান। শেষে ২১ রান এক্সট্রা সহ ৩০০ রান পাড় করেছিল তারা।

নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নিয়েছিল ট্রেন্ট বোল্ট, ২টি উইকেট শিকার করেছিলেন মিচেল স্যান্টনার। ১টি করে উইকেট নিয়েছিলেন টিম সাউদি, লকি ফার্গুসন, এবং জেমস নিশাম। 

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে স্বীকৃত ব্যাটারদের বাকিরা দায়িত্ব নিলে জয়ের পথ সুগম হয়। গাপটিল ৫৭(৫টি চার ও ১টি ছয়), কনওয়ে ৫৬(৬টি চার), লাথাম ৬৯(৬টি চার) ও মিচেল খেলেন ৬৩(৬টি চার ও ১টি ছয়) রানের ইনিংস।

শেষ দিকে জিমি নিশাম নেমে মাত্র ১১ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের জয় তরান্বিত করেন। এছাড়া ফিন অ্যালেন করেন ৩ রান এবং মাইকেল ব্রেসওয়েল করেন ১৪ রান। শেষে ১১ রান এক্সট্রা সহ ৩০৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। 

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার ও ইয়ানিক ক্যারিয়া। ১টি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।


ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ – ৩০১/৮ (৫০)

নিউজিল্যান্ড – ৩০৭/৫ (৪৭.১)

ফলাফল – নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – টম ল্যাথাম 

প্লেয়ার অফ দ্য সিরিজ – মিচেল স্যান্টনার



ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), শামার ব্রুকস, কাইল মায়ার্স, কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, আকেল হোসেইন, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, ইয়ানিক ক্যারিয়া, কেভিন সিনক্লেয়ার
নিউজিল্যান্ড টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল, জেমস নিশাম, টিম সাউদি, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন
Exit mobile version