Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৯ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (২য় ওডিআই)

WI vs NZ

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (২য় ওডিআই) – হাইলাইটস

গতকাল, তিন ম্যাচের ওডিআই সিরিজের ২য় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাটিং করে ২০০-এর বেশি পুঁজি দাড় করায় নিউজিল্যান্ড এবং লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু পরে ব্যাটিং-এ নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছানোর আগেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয় ফিন অ্যালেন।

বিশ্বকাপ সুপার লিগে নিউজিল্যান্ডের উড়ন্ত যাত্রায় লাগাম টেনে ধরেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের কাছে ৫ উইকেটে হেরেছিল কিউইরা। ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলো না কেন উইলিয়ামসনের দল, ৫০ রানের জয়ে সমতা ফেরালো সিরিজে।

এ জয়ে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের সেঞ্চুরি হলো নিউজিল্যান্ডের। মাত্র ১১ ম্যাচ খেলে দশ জয়ে ১০০ পয়েন্ট হয়ে গেলো তাদের। কিউইদের আগে পয়েন্টের সেঞ্চুরি করা অন্য চার দল হলো বাংলাদেশ (১২০), ইংল্যান্ড (১২৫), আফগানিস্তান (১০০) ও পাকিস্তান (১১০)।

দুই ইনিংসের গল্পটা প্রায় এক। দুই ইনিংসেই শুরুতে পেসারদের তোপে লন্ডভন্ড টপঅর্ডার, পরের ব্যাটাররা মিলে দলকে নিয়ে গেলেন সম্মানজনক অবস্থানে। নিউজিল্যান্ডের স্বীকৃত ব্যাটারদের একজন রান পেয়ে খেললেন ৯৬ রানের ইনিংস, তাতেই হলো বাজিমাত, ম্যাচ জিতলো কিউইরা।

বার্বাডোজের কেনসিংটন ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে আগে ব্যাট করা নিউজিল্যান্ড অলআউট হয়েছিল ২১২ রানে। জবাব দিতে নেমে পাওয়ার প্লে’র দশ ওভারেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয়রা। নবম উইকেটে রেকর্ড জুটিতে ব্যবধান কমে পরাজয়ের। তবু ১৬১ রানের বেশি করতে পারেনি তারা। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। 

আগে ম্যাচের প্রথম ইনিংসে পাওয়ার প্লে’তে শুরুতে ঝরান আলজারি জোসেফ ও জেসন হোল্ডার। এ দুজনের তোপে পাওয়ার প্লে’তে মাত্র ৩১ রানে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে ম্যাচসেরা ফিন অ্যালেনের ৯৬(৭টি চার ও ৩টি ছয়), ড্যারেল মিচেলের ৪১, মিচেল স্যান্টনারের ৪১ ও ট্রেন্ট বোল্টের ১৬ রানে জেতার মতো সংগ্রহ পেয়ে যায় কিউইরা। এছাড়া বাকি প্লেয়াররা মিলে করেছেন ২৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন কেভিন সিনক্লেয়ার, জেসন হোল্ডার নিয়েছেন ৩টি উইকেট, আকিল হোসেইন নিয়েছেন ২টি উইকেট আর ১টি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। 

২য় ইনিংসে নিউজিল্যান্ডের দুই তারকা পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবীয়দের টপঅর্ডারের ওপর। দুজনের শুরুর স্পেলেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। যেখানে মাত্র ২৭ রান তুলতেই সাজঘরে ফিরে যান ছয় ব্যাটার। সাউদি-বোল্ট দুজনই নেন তিনটি করে উইকেট।

মাত্র ২৭ রানে ৬ উইকেট পড়ার পর প্রতিরোধের চেষ্টা করেন আকিল হোসেন, ক্যাসে কার্টি, ইয়ানিক কারিয়াহরা। সপ্তম ও অষ্টম উইকেটে আসে আরও ৪৫ রান। তবু ৭২ রানে ৮ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায়ই ছিল স্বাগতিক দলটি। খানিক পরেই নামে বৃষ্টি, যা কমিয়ে দেয় ৯ ওভার।

ওভার নয়টি কমলেও, বৃষ্টি আইনে রান কমে মাত্র এক! অর্থাৎ ক্যারিবীয়দের সামনে ৪১ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ২১২ রানের। বৃষ্টির পর খেলা শুরু হলে স্বাগতিক দর্শকদের মনে আশার সঞ্চার করেন ইয়ানিক কারিয়াহ ও আলজারি জোসেফ। মারমুখী ব্যাটিংয়ে জয়ের কিঞ্চিত সম্ভাবনাও তৈরি করেন দুজনে।

তাদের ১০.৪ ওভারের জুটিতে আসে ৮৫ রান। যা কি না নবম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ। দ্বিতীয় স্পেলে আক্রমণে ফিরে ইনিংসের ৩৫তম ওভারে জোসেফকে বোল্ড করেন সাউদি। তাতেই শেষ ওয়েস্ট ইন্ডিজের সব আশা। আউট হওয়ার আগে পাঁচ চার ও দুই ছয়ে ৩১ বলে ৪৯ রান করেন জোসেফ।

এরপর আর বেশি দূর যেতে পারেননি কারিয়াহ। মিচেল স্যান্টনারের বলে ক্যাচ আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে কারিয়াহর ব্যাট থেকে আসে ৫২ রান। নিউজিল্যান্ডের পক্ষে সাউদি চারটি, বোল্ট তিনটি, স্যান্টনার ও গ্লেন ফিলিপস নেন একটি করে উইকেট।


ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ – ১৬১/১০ (৩৫.৩)

নিউজিল্যান্ড – ২১২/১০ (৪৮.২)

ফলাফল – নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ফিন অ্যালেন 


ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড


ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, শামার ব্রুকস, আকিল হোসেইন, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, ইয়ানিক ক্যারিয়া, কেভিন সিনক্লেয়ার
নিউজিল্যান্ড টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...