BJ Sports – Cricket Prediction, Live Score

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষনা , ফিরলেন ওয়ার্নার- স্টার্ক

Australia announce squad for West Indies series, Warner-Starc return

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরে শুরু হতে যাওয়া এই আসরে স্বাগতিক হিসেবেই মাঠে নামবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শিরোপা ধরের রাখার লক্ষ্য নিয়েই মাঠের ২২ গজে নামবে অ্যারন ফিঞ্চরা। যে কারণে টিম অস্ট্রেলিয়া  প্রস্তুতিটাও সারছে বেশ ভালোভাবে। যদিও সম্প্রতি ভারতের মাটিতে সিরিজ হেরেছে তারা।

তবে বিশ্বকাপের মঞ্চে লড়ার আগে আরো দুটি সিরিজ পাচ্ছে অস্ট্রেলিয়া। সেই দুটি সিরিজ আবার ঘরের মাঠে, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে। ইতোমধ্যে ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যেখানে দলে ফিরেছেন ভারত সফরে না খেলা চার ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার, দুই পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস এবং অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। এদিকে ওয়ার্নারের অনুপস্থিতিতে গেল সিরিজে সুযোগ পাওয়া ক্যামেরুন গ্রিনও আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মূলত ভারত সিরিজে ভালো খেলার পুরস্কার পেলেন বিশ্বকাপ দলে না থাকা এই তরুণ ক্রিকেটার।

উল্লেখ্য, আগামী মাসের (অক্টোবর) ৫ তারিখ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। এরপরেই অস্ট্রেলিয়া সফরে আসবে ইংলিশরা। একই মাসের (অক্টোবর) ৯, ১২ ও ১৪ তারিখ অনুষ্ঠিত হবে দুদলের মধ্যকার ম্যাচগুলো।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শন অ্যাবট, প্যাট কামিন্স, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল সামস, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা।

Exit mobile version