BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৩ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ১২) – ওয়েলশ ফায়ার বনাম বার্মিংহাম ফিনিক্স

ওয়েলশ ফায়ার বনাম বার্মিংহাম ফিনিক্স

ওয়েলশ ফায়ার বনাম বার্মিংহাম ফিনিক্স (ম্যাচ ১২) – হাইলাইটস

দ্য হান্ড্রেড ২০২২ এর ১২তম ম্যাচে শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ওয়েলশ ফায়ার এর বিপক্ষে ৪ রানের এক অসাধারণ জয় পেয়েছে বার্মিংহাম ফিনিক্স। বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সের ভিত্তিতে এই জয়ের দেখা পেয়েছে বার্মিংহাম ফিনিক্স। বল হাতে ১৫ রান দিয়ে দুই উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কেন রিচার্ডসন।

ওয়েলশ ফায়ার এর অধিনায়ক জশ কোব টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং বার্মিংহাম ফিনিক্সকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে ওয়েলশ ফায়ারের বোলাদের বোলিং তোপে নির্ধারিত ১০০ বলে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তুলতে সমর্থ হয় বার্মিংহাম ফিনিক্স।

ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরুতেই হোঁচট খায় বার্মিংহাম ফিনিক্স। দলীয় শূন্য রানে সাজঘরে ফিরেন ফর্মে থাকা উইল স্মিড। এরপর অধিনায়ক মঈন আলী ওপেনার ক্রিস বেঞ্জামিনকে সঙ্গী করে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাতে ও তিনি ব্যর্থ হন। যার ফলশ্রুত দলীয় ৩৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে বার্মিংহাম ফিনিক্স।

একে একে প্যাভিলিয়নে ফিরে যান মঈন (১০), লিয়াম লিভিংস্টোন (৪) এবং ক্রিস বেঞ্জামিন (১৮)। এরপর দলের হাল ধরেন ৫ম উইকেটে ক্রিজে আসা উইকেট রক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। তাঁর সাথে সঙ্গ দেন মাইলস হ্যামন্ড (১৭)। তাদের দুজনের জন্যই ৫০ বলে দলীয় ৫০ রান তুলে নেয় বার্মিংহাম ফিনিক্স।

তবে শেষ ৫০ বলে ৮০ রান তুলে নেয় বার্মিংহাম ফিনিক্স। যেখানে মূল ভুমিকা রাখেন ম্যাথু ওয়েড এবং বেনি হাওয়েল। ওয়েড ১ চার ও ৩ ছক্কায়, ৩০ বলে ৩৮ রান করেন। অপরদিকে বেনি হাওয়েল ১১ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া টম হেলম ১৩ রান করেন।

ওয়েলশ ফায়ারের হয়ে ডেভিড পেইন এবং জর্জ স্ক্রিমশ সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন। এছাড়া জ্যাক বল, অ্যাডাম জাম্পা, জশ কোব ১টি করে উইকেট শিকার করেন।

১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে যান উইকেট রক্ষক ব্যাটার জো ক্লার্ক। তবে এরপর ২য় উইকেটে দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন স্যাম হেইন। তবে মাত্র ১৫ বলে ২৩ রান করে দলীয় ২৮ রানে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। কিছুক্ষণ পর বেনি হাওলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেন ডাকেট (৭)।

এরপর বার্মিংহাম ফিনিক্সের বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কখোনই ম্যাচে ফিরতে পারেনি ওয়েলশ ফায়ার। ফলস্বরূপ জয়ের খুব নিকটে গিয়েও শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। পাঁচ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমে যায় ওয়েলশ ফায়ারের ইনিংস।

দলের পক্ষে টম ব্যান্টন ৩২ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া ডেভিড মিলার ৩০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। বার্মিংহাম ফিনিক্স এর হয়ে কেন রিচার্ডসন ২০ বলে ১৫ রান দিয়ে গুরুত্বপূর্ণ ২টি উইকেট শিকার করেন। এছাড়া টম হেলম ২টি এবং বেনি হাওয়েল ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে বার্মিংহাম ফিনিক্স। অপরদিকে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে ওয়েলশ ফায়ার এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।


ওয়েলশ ফায়ার বনাম বার্মিংহাম ফিনিক্স এর স্কোরবোর্ড

বার্মিংহাম ফিনিক্স – ১৩০/৭ (১০০)

ওয়েলশ ফায়ার – ১২৬/৫ (১০০)

ফলাফল – বার্মিংহাম ফিনিক্স ৪ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কেন রিচার্ডসন



ওয়েলশ ফায়ার বনাম বার্মিংহাম ফিনিক্স ম্যাচের একাদশ

ওয়েলশ ফায়ার জশ কোব (অধিনায়ক), জো ক্লার্ক (উইকেট রক্ষক), স্যাম হেইন, টম ব্যান্টন, বেন ডাকেট, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড পেইন, অ্যাডাম জাম্পা, জ্যাক বল এবং জর্জ স্ক্রিমশ।
বার্মিংহাম ফিনিক্স মঈন আলী (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), ক্রিস বেঞ্জামিন, লিয়াম লিভিংস্টোন, মাইলস হ্যামন্ড, উইল স্মিড, বেনি হাওয়েল, হেনরি ব্রুকস, টম হেলম, কেন রিচার্ডসন এবং ইমরান তাহির।
Exit mobile version