BJ Sports – Cricket Prediction, Live Score

ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে কামিন্সের অনীহা

Cummins' reluctance to lead Australia in ODIs

ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে কামিন্সের অনীহা

অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন টক অব দ্যা কান্ট্রি ওয়ানডেতে অধিনায়কত্বর ব্যাপারটা। সদ্য সাবেক হয়ে যাওয়া ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসরের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়, কার কাঁধে উঠতে যাচ্ছে নেতৃত্ব? বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অজিরা যেন ওয়ানডের জন্য অধিনায়কই পাচ্ছেনা। 

যেখানে নেতৃত্বের মতো মর্যাদাপূর্ণ দায়িত্ব নিতে সবাই মুখিয়ে থাকে, সেখানে অনীহা প্রকাশ করেছেন স্টিভেন স্মিথ। এবার সেই পথে হাঁটলেন প্যাট কামিন্সও। তাই অস্ট্রেলিয়ার ক্রিকেটে ব্যাপারটা নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশার। 

অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক কামিন্সের মতে, একজন পেসারের জন্য একাধিক ফরম্যাটে দায়িত্ব নেওয়াটা বেশ কঠিন কাজ। সাদা পোশাকে অজিদের নেতৃত্ব নিয়ে বেশ ভালোই আছেন কামিন্স। এমনকি সেই ফরম্যাটে নিজের সেরা ক্রিকেটটা দেওয়ার লক্ষ্য তার। আর সেটা বিশ্বাসও করেন এই অজি তারকা।

কামিন্স বলেন,

আমার মনে হয়, যদি আপনি সব ফরম্যাটে এবং প্রতি ম্যাচেই ভালো করতে চান, তবে এটা বাস্তবসম্মত চিন্তা নয়। বিশেষ করে একজন পেসার হিসেবে বিশ্রাম দরকার হয়। আপনি হয়ত চাইলে এটি ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। তবে আমি এমন কিছু ভাবছি না।

টেস্ট অধিনায়কত্ব নিয়ে কামিন্স বলেন, ” টেস্ট দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই খুশি। আমার মনে হয় না, কোনো সিদ্ধান্ত নিয়ে তাদের (ক্রিকেট অস্ট্রেলিয়া) তাড়াহুড়ো করার দরকার আছে।‘ 

এর আগে নেতৃত্ব দায়িত্ব পেলে নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে ৩৩ বছর বয়সী স্মিথ তো নিজের অবসরের ইঙ্গিতই দিয়ে দিলেন। তবে অধিনায়ক হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ডেভিড ওয়ার্নার। এমনকি ফিঞ্চ মনে করেন ওয়ার্নার ঠিক ভাবেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন। 

কিন্ত বল টেম্পারিং কান্ডে তার ওপর অধিনায়কত্বর ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই শেষ পর্যন্ত ওয়ার্নারের পক্ষে অজিদের নেতৃত্ব দেয়া কঠিনই বটে। দেখা যাক, শেষ পর্যন্ত কার হাতে ওঠে ওয়ানডের নেতৃত্বের ভার।

Exit mobile version