Skip to main content

ওয়ানডেতেও কামিন্সকেই অধিনায়ক দেখছেন রিকি পন্টিং 

ওয়ানডেতেও কামিন্সকেই অধিনায়ক দেখছেন রিকি পন্টিং 

ওয়ানডেতেও কামিন্সকেই অধিনায়ক দেখছেন রিকি পন্টিং 

কিছুদিন আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আর সেখান থেকেই পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে কাকে দেখা যাবে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশার। তবে ফিঞ্চের পর একদিনের ক্রিকেটে অধিনায়কের পদে প্যাট কামিন্সকেই দেখছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।

ফিঞ্চের অবসরের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হওয়ার গুঞ্জন আছে অনেকের নামে। কামিন্স, অ্যালেক্স ক্যারি, স্টিভেন স্মিথসহ অনেকের নামই শোনা যায়। এদিকে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক পদে সরাসরি আগ্রহ প্রকাশ করেছেন ডেভিড ওয়ার্নার। এমনকি ফিঞ্চও চেয়েছিলেন ওয়ার্নার অধিনায়কত্বের পদ পাক। 

কিন্তু অজিদের দুইবার বিশ্বকাপ জেতা অধিনায়ক পন্টিং মনে করেন প্যাট কামিন্সই ওয়ানডে অধিনায়ক হবেন। আইসিসির রিভিউ প্রোগ্রামে পন্টিং বলেন,” সত্যি বলতে, আমি মনে করি, এটি (অধিনায়ক) কামিন্স হবে। আমি জানি, সঙ্গত কারনেই সবগুলো ওয়ানডে ম্যাচ খেলে না সে। গত কয়েক বছর ধরে বিশ্বের অন্যান্য পেসারদের মতো ওয়ার্কলোড রয়েছে তার উপর।

পন্টিং আরও বলেন, “আমি জানি সামনের টেস্ট সিরিজগুলো নিয়ে শতভাগ ফিট থাকতে অনেক বেশি সচেতন কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্করা। তবে আমি খুবই অবাক হব, যদি কামিন্স অধিনায়ক না হয়।

এদিকে অস্ট্রেলিয়া টিম এখন রয়েছে ভারত সফরে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতঅস্ট্রেলিয়া। তবে পন্টিং যতই কামিন্সকে অধিনায়ক হিসেবে চাননা কেন, এক সাক্ষাৎকারে কামিন্স জানিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে রাজী নন। দেখা যাক শেষ পর্যন্ত কার হাতে ওঠে নেতৃত্ব ভার।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২০-এ মুম্বাই ইন্ডিয়ান্সের আধিপত্য: ব্লু এবং গোল্ড ব্যাক-টু-ব্যাক শিরোপা চ্যাম্পিয়ন!

আধিপত্যের একটি দুর্দান্ত প্রদর্শনে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০২০ মরসুমে শিরোপা জয় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাওয়ার হাউস হিসাবে তাদের মর্যাদা পুনঃনিশ্চিত করেছে। অভিজ্ঞ প্রচারক রোহিত শর্মার নেতৃত্বে নীল ও সোনার...

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে!

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৯ মরসুমটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ১২ মে, ২০১৯-এ...

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে!

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৮ মরসুমে চেন্নাই সুপার কিংস (সিএসকে ) ফ্র্যাঞ্চাইজি দুই বছরের স্থগিতাদেশের পরে বিজয়ী প্রত্যাবর্তনের...

আইপিএল ২০১৭-এ মুম্বাই ইন্ডিয়ান্সের জয়: আবারও নীল ও সোনার রাজত্ব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৭ মরসুম ক্রিকেট ইতিহাসে আরেকটি মুগ্ধকর অধ্যায়ের সাক্ষী হয়েছে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছে, বিশ্বের প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে তাদের আধিপত্য পুনঃনিশ্চিত করেছে। রোহিত...