BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৪ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ১৪) – ওভাল ইনভিনসিবলস বনাম সাউদার্ন ব্রেভ

ওভাল ইনভিনসিবলস বনাম সাউদার্ন ব্রেভ

ওভাল ইনভিনসিবলস বনাম সাউদার্ন ব্রেভ (ম্যাচ ১৪) – হাইলাইটস

দ্য হান্ড্রেড ২০২২ এর ১৪তম ম্যাচে বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে উইল জ্যাকসের দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে সাউদার্ন ব্রেভ এর বিপক্ষে ১৮ বল হাতে রেখে ৭ উইকেটের এক দুর্দান্ত জয় পেয়েছে ওভাল ইনভিনসিবলস। ৪৮ বলে অপরাজিত ১০৮ রানের ঝড়ো ইনিংস খেলে উইল জ্যাকস প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

ওভাল ইনভিনসিবলস এর অধিনায়ক স্যাম বিলিংস টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং সাউদার্ন ব্রেভকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সমর্থ হয় সাউদার্ন ব্রেভ।

জবাবে ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৮২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওভাল ইনভিনসিবলস। দলীয় ১ রানেই রানের খাতা খোলার আগে জর্জ গার্টনের শিকার হয়ে সাজঘরে ফিরেন ওপেনার জেসন রয়। এরপর ২য় উইকেটে আর এক ওপেনার উইল জ্যাকস, রাইলি রুশোকে সাথে নিয়ে ৫৬ রানের জুটি গড়ে তোলেন।

যদিও এই ৫৬ রানের জুটির মধ্যে মাত্র ১০ রান করেন রুশো। বাকি ৪৬ রান একাই করেন জ্যাকস। রুশো’র বিদায়ের পর অধিনায়ক স্যাম বিলিংস উইকেটে আসেন। কিন্তু তিনিও ইনিংস বড় করতে পারেননি। কেননা উইকেটের অপরপ্রান্তে উইল জ্যাকস দুর্দান্ত সব শট খলে একাই দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন।

যার সুবাদে ৬২ বলে দলীয় ১০০ রান তুলে ফেলে ওভাল ইনভিনসিবলস। আর ৪৭ বলে শতক তুলে নেন উইল জ্যাকস। শেষ পর্যন্ত ১০ চার ও ৮ ছক্কায়, ৪৮ বলে ১০৮ রান করেন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া বিলিংস ৮ রান করেন এবং স্যাম কুরান ১১ রান করে অপরাজিত থাকেন। সাউদার্ন ব্রেভের পক্ষে জর্জ গার্টন ও জেমস ফুলার ১টি করে উইকেট তুলে নেন।

এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ওভাল ইনভিনসিবলসের বোলারদের বোলিং তোপে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি সাউদার্ন ব্রেভ। পাওয়ার প্লে’র ২৫ বলে ২ উইকেট হারিয়ে মাত্র ২২ রান তুলতে পারে তারা। উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডি কক ৮ এবং অ্যালেক্স ডেভিস ৪ রান করে সাজঘরে ফিরেন।

তবে ৩য় উইকেটে অধিনায়ক জেমস ভিন্স এবং অল-রাউন্ডার মার্কাস স্টয়নিস মিলে ৫৫ রানের জুটি গড়ে তোলেন। তারা রানের গতি তরান্বিত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। অধিনায়ক ভিন্স ২২ বলে মাত্র ১৫ রান করেন। ২টি করে চার ও ছক্কায়, ২৭ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরেন স্টয়নিস।

এরপর আর কোন ব্যাটারই দলের রানের গতি তরান্বিত করতে পারেননি। যদিও টিম ডেভিড এবং রস হোয়াইটলি কিছুটা চেষ্টা করেছিলেন, তবে তারা শেষ পর্যন্ত সাফল্য অর্জন করতে পারেননি। টিম ডেভিড ১৭ বলে ২২ এবং হোয়াইটলি ১৭ বলে ১৮ রান করেন। জেমস ফুলার ৬ বলে অপরাজিত ১১ রান করেন।

ওভাল ইনভিনসিবলস এর হয়ে রিস টপলে ২০ বলে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া স্যাম কুরান এবং মোহাম্মদ হাসনাইন ১টি করে উইকেট তুলে নেন। এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে ওভাল ইনভিনসিবলস। অপরদিকে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে সাউদার্ন ব্রেভ এখন পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে।


ওভাল ইনভিনসিবলস বনাম সাউদার্ন ব্রেভ এর স্কোরবোর্ড

সাউদার্ন ব্রেভ – ১৩৭/৬ (১০০)

ওভাল ইনভিনসিবলস – ১৪২/৩ (৮২)

ফলাফল – ওভাল ইনভিনসিবলস ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – উইল জ্যাকস



ওভাল ইনভিনসিবলস বনাম সাউদার্ন ব্রেভ ম্যাচের একাদশ

ওভাল ইনভিনসিবলস স্যাম বিলিংস (অধিনায়ক ও উইকেট রক্ষক), জেসন রয়, রাইলি রুশো, জর্ডান কক্স, উইল জ্যাকস, স্যাম কুরান, সুনীল নারাইন, টম কুরান, ড্যানি ব্রিগস, মোহাম্মদ হাসনাইন এবং রিস টপলে।
সাউদার্ন ব্রেভ জেমস ভিন্স (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ডেভিস, রস হোয়াইটলি, জেমস ফুলার, টিম ডেভিড, জর্জ গার্টন, জ্যাক লিন্টট, মাইকেল হোগান এবং রেহান আহমেদ।
Exit mobile version