BJ Sports – Cricket Prediction, Live Score

এ যেন রুটের ‘জাদুর কাঠি’

Former captain Joe Root has played a key role in that victory.

Former captain Joe Root has played a key role in that victory.

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। যে জয়ে সামনে থেকে ভূমিকা রেখেছেন সদ্য সাবেক অধিনায়ক জো রুট। তার সেঞ্চুরিতে জয় পেয়েছে বেন স্টোকসের দল। তাই ইংলিশ ক্রিকেটে নতুন অধিনায়ক এবং কোচের নতুন অধ্যায়টাও শুরু হয়েছে জয় দিয়ে।

তবে এই ম্যাচে শুধু রান করেই মুগ্ধতা ছড়াননি রুট। ব্যাট দিয়ে রীতিমতো জাদুও দেখালেন মাঠে। রুট তখন ব্যক্তিগত ৮৭ রানে অপরাজিত, দাঁড়িয়েছিলেন নন-স্ট্রাইক প্রান্তে। বল হাতে দৌঁড়ে আসছেন কিউই পেসার কাইল জেমিসন, তখন দেখা যায় রুটের হাতে ব্যাট নেই। বরং রুটের পাশে একাই সোজা হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যাট।

এমন ঘটনা তো রীতিমতো বিস্ময়কর! দর্শক মনে প্রশ্ন ও জাগাতে পারে, কিভাবে তা সম্ভব? তাই তো, মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিও। যেখানে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই ঘটনা। কেউ কেউ এমনও বলেন, রুট সত্যিই জাদু জানেন কিনা!

তবে শেষ পর্যন্ত এই জাদুর রহস্য উন্মোচন করেছে ইংলিশ দৈনিক ইভিনিং স্ট্যান্ডার্ডের ক্রিকেট প্রতিবেদক উইল ম্যাকফারসন। এক টুইট বার্তায় তিনি জানান, সাধারণত ব্যাটের নিচের অংশ একটু বাঁকানো থাকে। তবে রুটের ব্যাটে সেটা একেবারে সমতল হওয়ায় এমনটা সম্ভব হয়েছে।

সেঞ্চুরি করে দলকে জেতানোর দিন নিজেকেও অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন ইংলিশ তারকা। টেস্ট ক্রিকেটে ১০,০০০ (দশ হাজার) রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। তাও আবার সবচেয়ে কম বয়সে (৩১ বছর ১৫৭ দিন)। সাদা পোশাকে এই কীর্তিতে রুট যৌথভাবে এ্যালেইস্টার কুক এর পাশে বসলেন।

Exit mobile version