BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে কি বললেন সৌরভ?

Sourav Ganguly, president of the Board of Control for Cricket in India

What did Sourav say about organising the Asia Cup

অর্থনৈতিক শঙ্কট ও রাজনৈতিক অস্থিরতায় উত্তাল এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভের মুখে জরুরী অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। রাজধানী কলম্বোতে দেশটির পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন ঘিরে রেখে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।

এদিকে, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বিক্ষুব্ধ জনগণকে শান্ত করতে সেনাবাহিনী ও পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরইমধ্যে টেলিভিশন সম্প্রচার বন্ধ করা হয়েছে দেশটিতে।

দেশটির এমন অবস্থায় এশিয়া কাপ আয়োজন নিয়ে থেকে যাচ্ছে ধোঁয়াশা। ক্রিকেট পাড়ায় আলোচনা চলছে এমন পরিস্থিতিতে লঙ্কা দ্বীপে এশিয়া কাপের মতো টুর্ণামেন্ট আয়োজন করা কতটা নিরাপদ সেই ব্যাপারে। তবে, দিন দুয়েক পূর্বেই শ্রীলঙ্কায় সফলভাবে সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়া কাপ আয়োজনে অপারগতা প্রকাশ করলে এশিয়ার এই বড় টুর্ণামেন্টটি আয়োজন করতে মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 

এশিয়া কাপ শ্রীলংকায় হওয়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী এক সাক্ষাৎকারে আ বলেন, ‘এখনই কোনও মন্তব্য করতে পারব না। আমরা শ্রীলংকার পরিস্থিতির দিকে নজর রাখছি। অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাত্রই শ্রীলংকা সফর শেষ করল। তাদের ওখানে এশিয়া কাপ হবে কি না তা নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও এক মাস অপেক্ষা করতে হবে। তার পরেই মন্তব্য করতে পারব।’

Exit mobile version