BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপে শোয়েব,হাফিজ, হাসান আলির না থাকার ব্যাখা দিলেন বাবর আজম

এশিয়া কাপের স্কোয়াডের জন্য যে দল ঘোষনা করেছে পাকিস্তান সেখানে নেই পাকিস্তানের দুই অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ। দলে নেই হাসান আলিও।এশিয়া কাপের স্কোয়াডে শোয়েব-হাফিজের থাকার বিষয়টি আলোচনা চলছিল অনেক দিন থেকেই। কারণ এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে। বয়স বাড়লেও এই ফরম্যাটে দারুণ সফল পাকিস্তানি এই ক্রিকেটাররা।

বিশেষ করে অবসর না যাওয়া শোয়েব মালিককে নিয়ে আগ্রহ একটু বেশিই দেখা গিয়েছিল। কারণ গত বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন এই তারকা। দলের সেমিফাইনাল খেলার অন্যতম কারিগরও ছিলেন তিনি। কিন্তু এশিয়া কাপে জায়গা হয়নি তার, হওয়ার সম্ভাবনা নেই বিশ্বকাপেও।

এ বিষয়ে দলের তরুণদের দিকে ফোকাস বলে জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দলের তরুণরাও যোগ্য খেলোয়াড় বলে মন্তব্য করেন তিনি।

বাবর আজম বলেন, ” আসন্ন এশিয়া কাপে শোয়েব মালিক ও হাফিজ নেই। তবে আসিফ আলি, খুশদিল শাহ ও ইফতিখার আহমেদের মত ভালো ক্রিকেটাররা আছেন এবং তারা ভালো করছেন। আমরা শাদাব খানের ব্যাটিং ফর্ম ব্যবহার করব এবং শক্তিশালী ব্যাটিং গভীরতা দেখাব। কোচ ও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর সেরা দল বেছে নেওয়া হয়েছে।”

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডস যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পারফরমাররাই খেলবেন এশিয়া কাপে, জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

নেদারল্যান্ডস সফরের জন্য ঘোষিত দলের কথা জানিয়ে বাবর জানান,” এশিয়া কাপের জন্য দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। নেদারল্যান্ডস সফরের পরই এশিয়া কাপ, তাই দল পরিবর্তনের কোন সুযোগ নেই।”

দলে অলরাউন্ডার হাসান আলিকে না রাখার বিষয়ে বাবর বলেন, পাকিস্তান দলের বেঞ্চ স্ট্রেংথ খুবই মেধাবী। নেদারল্যান্ডসের বিরুদ্ধে পারফর্ম করার সুযোগ পেয়েছেন নাসিম শাহ এবং শাহনওয়াজ দাহানি। হাসান আলি একজন ম্যাচ উইনার। আশা করছি সে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করবে এবং পাকিস্তান দলে ফিরে আসবে।

Exit mobile version