BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলছে মেয়ে, আম্পায়ারিংয়ে মা 

Daughter is playing for Pakistan in Asia Cup, mother is umpiring

অক্টোবর থেকে সিলেটে শুরু হয়েছে এবারের নারী এশিয়া কাপ ২০২২। তবে টুর্নামেন্ট শুরুর পরেই ভিন্ন একটি বিষয়ে খবরের শিরোনামে এবারের এশিয়া কাপ। ক্রিকেট ইতিহাসে এই প্রথম মাঠে দেখা মিলেছে মা মেয়ের।

দুজনের দায়িত্ব অবশ্য ভিন্ন হলেও, প্রতিনিধিত্ব করেছেন পাকিস্তানকে। একজন পাকিস্তান নারী দলের অলরাউন্ডার কাইনাত ইমতিয়াজ। অন্যজন তার মা সালিমা ইমতিয়াজ। মামেয়ে এবার ক্রিকেট বিশ্বে আলোচনায়।

ইতিহাসে প্রথমবারের মতো এবারের গোটা এশিয়া কাপ পরিচালিত হচ্ছে নারী আম্পায়ার দ্বারা। যেখানে আম্পায়ারিং অভিষেক হয়েছে সালিমার। শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই ম্যাচে নিজে না খেললেও মায়ের এমন সাফল্যে অবশ্য অভিনন্দন জানাতে ভোলেননি মেয়ে কাইনাত।

ফেইসবুকে কাইনাত লিখেন, ‘আমার মাকে ২০২২ নারী এশিয়া কাপের আম্পায়ার হিসেবে দেখে খুবই আনন্দিত এবং গর্বিত। তার সাফল্যে আমার আনন্দ। আমার মা খুবই অনুপ্রেরণাদায়ী। সবসময় তার স্বপ্ন ছিল পাকিস্তানের প্রতিনিধিত্ব করা। আমিও সেই স্বপ্ন নিয়ে এগিয়েছি। অবশেষে আজ তার স্বপ্ন পূরণ হলো। আমরা একসঙ্গে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছি। খুবই উত্তেজিত। আলহামদুলিল্লাহ।

কাইনাত পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ১৫ টি ওয়ানডে এবং ২০ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।২৬৫ রানের পাশাপাশি নিয়েছেন ১৬ উইকেট। এদিকে মামায়ের এই অর্জনে বাবার প্রতি কৃতজ্ঞতা জানান কাইনাত। তিনি দুজনকে সমর্থন দিয়ে গেছেন বলেও দাবী করেন এই পাকিস্তানি নারী ক্রিকেটার

মামেয়ের এই সাফল্য সাড়া ফেলেছে ক্রিকেট বিশ্বে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন দুজনকে। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল। নেটিজেনরাও মা মেয়ের ছবি শেয়ার করে অভিনন্দন জানাচ্ছে।

Exit mobile version