BJ Sports – Cricket Prediction, Live Score

এশিয়া কাপের দলে ফিরে কি বললেন সাব্বির রহমান?

ঘরোয়া লীগে পারফর্ম করে টিম বাংলাদেশে সাব্বির রহমান এসেছিলেন তারুন্যের ঝান্ডা উড়িয়ে। মারকাটারি ব্যাটিংটা যেমন পারেন তেমনি ফিল্ডিংয়েও অনন্য। কিন্ত জাতীয় দলে নিজেকে আর মেলে ধরতে পারলেন কোথায়? ফর্ম হারিয়ে, মাঠ আর মাঠের বাইরে বিভিন্ন বিতর্কে জড়িয়ে দল থেকেই বাদ পড়লেন।

জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে ভালো  পারফরম্যান্সের দরকার ছিল। সেখানেও ব্যর্থ ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের। সর্বশেষ বিপিএলেও খেলেছেন যাচ্ছেতাই। তারপরেও এশিয়া কাপের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন সাব্বির।১৭ সদস্যের স্কোয়াডে চমক হয়েই এসেছে তার নাম।

সাব্বিরের যখন দলে ফিরলেন তখন বাংলাদেশ এ দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি। সেখান থেকেই জানিয়েছেন দলে ফেরার অনুভূতির কথা।  দলে অন্তর্ভুক্ত হতে পেরে ভাল লাগছে বলে জানান তিনি। সাব্বির বলেন ” আশানুরূপ ফল করতে পারলে এই ভালোলাগা  বেড়ে যাবে আরও কয়েক গুন “।

ফর্ম আর ব্যক্তিগত বিতর্কের কারণে দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে থাকলেও সাকিব তার ওপর আস্থা রাখায় তিনি সেই আস্থার প্রতিদান দিতে চান।

সাব্বির আরো বলেন ”  অধিনায়ক সাকিব আল হাসান আমার প্রতি আস্থা রেখেছিলেন। আর এই আস্থা আমার জন্য অনুপ্রেরণা “। দলে ফিরেই সাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাব্বির। দলের সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাব্বিরকে দলে নেওয়ার ব্যপারে সাকিবের কোন চাহিদা ছিল কি না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাচক  মিনহাজুল আবেদীন  নান্নু বলেন ”  চাহিদা আমাদের সবারই ছিল। আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি বলেই সাব্বিরকে নেওয়া হয়েছে “।

Exit mobile version