BJ Sports – Cricket Prediction, Live Score

এলপিএল থেকে সরে দাড়াল ২ ফ্র‍্যাঞ্চাইজি; ২য় আসর যথাসময়ে শুরু করতে বদ্ধ পরিকর এসএলসি

গতবছরের নভেম্বর-ডিসেম্বরে পাঁচ দল নিয়ে যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে জ্যাফনা স্ট্যালিয়নস। এলপিএলের আয়োজক আইপিজি গ্রুপের আশা চলতি বছরের জুলাই-আগস্টে করা হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। 

কিন্তু দ্বিতীয় আসরের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই, পাঁচ দলের টুর্নামেন্ট হয়ে গেল তিন দলের। কেননা এলপিএল থেকে সরে দাঁড়িয়েছে দুইটি ফ্র্যাঞ্চাইজি। যদিও আয়োজকরা বলছেন, নতুন দুই দলকে নেয়ার জন্য মূলত আগের আসরের দুইটি দলকে তারাই বাদ দিয়েছেন।

আইপিজি গ্রুপ জানিয়েছে, চুক্তির শর্ত ভঙ্গ করায় টুর্নামেন্টের প্রথম আসরে খেলা কলম্বো কিংস ও ডাম্বুলা ভাইকিংসকে বাদ দিয়েছে। তবে দলগুলোর দাবি, তারা নিজেরাই এলপিএলের সঙ্গে থাকা চুক্তি সমাপ্ত করে সরে দাঁড়িয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রবিন বিক্রমারত্নে, যিনি কি না এলপিএলের দায়িত্বে রয়েছেন, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, দুইটি দল কমলেও, টুর্নামেন্টের ব্যাপারে বোর্ডের অবস্থান বদলাবে না। অর্থাৎ ৩০ জুলাই থেকে ২২ আগস্টেই হবে এলপিএলের দ্বিতীয় আসর। 

এ দুই দলের বিষয়ে বিক্ররারত্নে বলেছেন, ‘দুইটি দলের চুক্তি শেষ করা হয়েছে। তবে সম্ভাব্য আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আমি পেয়েছি। তাদের বিস্তারিত যাচাই করার জন্য আইসিসির কাছে পাঠানো হয়েছে । আমি এখনই বলব না ফ্র্যাঞ্চাইজিগুলো কারা। তবে আগের তিনদল থাকছে টুর্নামেন্টে।’ 

পাঁচ দলের টুর্নামেন্টের প্রথম আসরে লিগ পর্বে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে গিয়েছিল ডাম্বুলা ভাইকিং। এ দলটির মালিক শচিন জোশি এবং ভাইকিং ভেনচারস। অন্যদিকে সেমিফাইনালে উঠেছিল কলম্বো কিংস। তাদের মালিক মুরফাদ মোস্তফা ও ফাজা গ্রুপ।

এদিকে দুইটি দল সরে দাঁড়ালেও এলপিএলের দ্বিতীয় আসরেও পাঁচ দল থাকবে বলে নিশ্চিত করেছেন বিক্রমারত্নে। যদিও কয়েকদিন আগে শোনা যাচ্ছিল, ছয় দল নিয়ে হবে এলপিএলের আসন্ন আসর। কিন্তু সেটি আপাতত আলোর মুখ দেখছে না।

বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট দল তাদের আশানুরূপ পারফর্ম করতে পারছে না। সুতরাং এটি বোঝা যাচ্ছে যে, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও ভাল প্রস্তুতির জন্য লঙ্কান বোর্ড এই বছর এলপিএল পরিচালনা করতে অনড়।

এলপিএলের দ্বিতীয় আসর শিগগিরই শুরু হবে বলে আশা করা হচ্ছে। এটি সম্পর্কে আরও আপডেটের জন্য, Baji -র সাথেই থাকুন! 

Exit mobile version