BJ Sports – Cricket Prediction, Live Score

এবার শ্রীলংকার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবার শ্রীলংকার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবার শ্রীলংকার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবারের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নাজুকভাবে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ানো শ্রীলংকা এশিয়া কাপটাই জিতে নিল। টস জুজু কিংবা বিশ্বমানের খেলোয়াড় না থাকা, সবকিছু উড়িয়েচ্যাম্পিয়নতকমাটা লংকানদের গায়ে। তাদের লক্ষ্য এবার আসছে টিটোয়েন্টি বিশ্বকাপ।বিশ্বকাপের জন্য ইতোমধ্যে শ্রীলঙ্কার দল ঘোষণাও হয়ে গেছে।

এই দলটা বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বলেও মনে করেন লংকান অধিনায়ক। সংবাদ সম্মেলনে দাসুন শানাকা বলেন, ” গত বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছিলাম। কিন্তু জিততে পারছিলাম না। তবে আমার মনে হয়, এবার আমাদের ক্রিকেট ঘুরে দাঁড়াবে। আমাদের বর্তমান দলের ক্রিকেটাররা অন্তত বছর খেলবে। তাই আগামী কয়েক বছর আর চিন্তার কিছুই নেই। আমাদের এই দলের বিশ্বকাপ জেতার সামর্থ্যও আছে।  

তবে বার এশিয়া কাপ জিতে নেওয়া দলটিকে খেলতে হবে টিটোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে। অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বাছাইপর্ব। সেই বাঁধা পেরিয়ে লংকানদের জায়গা করে নিতে হবে বিশ্বকাপের মূলপর্বে।

প্রসঙ্গে শানাকা বলেন, ‘গত বছরও আমরা বাছাইপর্ব খেলেছি। গত বছর এই দলটি খেলছে। এতদিন একত্রে খেলার ফলাফল আমরা পাচ্ছি। বাছাইকৃত খেলাটাও আমাদের জন্য সহায়ক হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি চমৎকার সুযোগ রয়েছে।

১৬ অক্টোবর পর্দা উঠবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের। ১৩ নভেম্বর ফাইনাল। দেখা যাক এশিয়া কাপে রুপকথার গল্প লেখার পর বিশ্বকাপেও লংকানরা রুপকথার গল্প লিখতে পারে কিনা।

Exit mobile version