BJ Sports – Cricket Prediction, Live Score

এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন চাহার

This time Chahar knocked out of the World Cup

টিটোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে থেকেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। শুরুতেই এশিয়া কাপ চলাকালীন সময়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জসপ্রিত বুমরাহ তো এশিয়া কাপও খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে অনিশ্চিত এই পেসার।

এবার ভারতীয় দলের জন্য আরেক দুঃসংবাদ, দীপক চাহারের চোট। বিশ্বকাপ দলের রিজার্ভ তালিকায় থাকা এই ক্রিকেটার চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। সেই সিরিজে অবশ্য তার বদলে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হলেও, বিশ্বকাপে শার্দুল ঠাকুরকে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

গত এশিয়া কাপ থেকেই ডেথ ওভারের বোলিং ভারতকে বেশ ভোগাচ্ছে। এরপর প্রথম সারির পেসারদের একের পর চোট চিন্তার ভাজ ফেলছে রোহিত শর্মার কপালে। দীপক চাহারের ছিটকে যাওয়া যেন কফিনে আরেকটি পেরেক ঠোকা। বিশ্বকাপ খেলতে নামার আগে তাই স্বস্তিতে নেই রোহিত শর্মার দল।

দীর্ঘদিন ধরেই চোটের কবলে ঘুরপাক খাওয়া চাহারের সামনে সুযোগ ছিল, পিঠের চোটের কারণে ছিটকে যাওয়া বুমরাহর বদলে বিশ্বকাপে খেলার। কিন্তু শেষ পর্যন্ত তিনিও পড়ে গেলেন চোটে। এখন চোট সারাতে চাহারকে পাঠানো হচ্ছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই চলবে তার সুস্থ হয়ে ওঠার মিশন।

অস্ট্রেলিয়ায় পৌঁছে ইতোমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের মূল দল। রিজার্ভ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় তাদের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আয়ার এবং রবি বিস্ময়। এখন পর্যন্ত বুমরাহর বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেনি বিসিসিআই।

চাহারের চোট নিয়ে অবশ্য কিছু বলেনা নাই রোহিত। ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর দক্ষিন আফ্রিকার সাথে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে ভারত। এই পারফরম্যান্স বিশ্বকাপে ভারত কতোটা দেখাতে পারে সেই আলোচনাই এখন ভারতীয় ক্রিকেটে।

Exit mobile version