BJ Sports – Cricket Prediction, Live Score

এবার বাইশ গজ কাঁপাতে আসছেন নাসিমের ছোট ভাই

এবার বাইশ গজ কাঁপাতে আসছেন নাসিমের ছোট ভাই

মাত্র ১৯ বছর বয়সেই পাকিস্তানের জার্সিতে টিটোয়েন্টি অভিষেক হয় নাসিম শাহর। একে তো এশিয়া কাপের মতো বড় আসর, তারমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ। তবু সব চাপ সামলে নিজেকে এশিয়া কাপে মেলে ধরেন তরুণ এই পেসার।

পরিণত বোলিং আর গতির ঝড় তুলে ইতোমধ্যেই নজর কেড়েছেন নাসিম।আর এশিয়া কাপে আফগানিস্তানের সাথে শেষ ওভারে পরপর দুই বলে ছয় মেরে পাকিস্তানকে জিতিয়ে এখন ক্রিকেট বিশ্বেই সেনসেশন হয়ে উঠেছেন এই উদীয়মান তারকা।

এর আগে মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয় নাসিমের। সেই তরুণ বয়স থেকেই নিজের প্রতিভা আর সক্ষমতার ছাপ রেখে চলেছেন তিনি। একের পর এক বোলিং দক্ষতায় পাকিস্তান দলের তিন ফরম্যাটেই এখন পেস বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন নাসিম।

চারিদিকে যখন নাসিমকে নিয়ে আলোচনা, ঠিক তখনই টিটোয়েন্টি অভিষেক হলো তার ছোট ভাই হোসাইন শাহর। পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল কাপ টিটোয়েন্টিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। বড় ভাইয়ের মতো হোসাইনও পেসার। নাসিমের মতো বাইশ গজে ব্যাটসম্যানদের বু্কে কাঁপন ধরাতে চান ছোট ভাই।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা মেতেছেন হোসাইন শাহতে। অনেকে বলছেন ভাইয়ের পথ ধরে একদিন ছোট ভাইও পাকিস্তানের জার্সিতে খেলবেন। একেই পরিবারের দুই ভাই জাতীয় দলের খেলার ঘটনা ক্রিকেটে নতুন নয়। ভবিষ্যৎ বলে দেবে নাসিম শাহ এবং হোসাইন শাহ এক সাথে পাকিস্তানের পেস বিভাগ সামলাবেন কিনা।

Exit mobile version