BJ Sports – Cricket Prediction, Live Score

এবার টি১০ লিগে মুস্তাফিজ

এবার টি১০ লিগে মুস্তাফিজ

এবার টি১০ লিগে মুস্তাফিজ

বাংলাদেশ থেকে আবুধাবির লিগ টি১০ নাম লিখিয়েছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এবার তাদের পথে হাঁটলেন মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশি পেসারের টি১০ যোগ দেওয়ার বিষয়টি নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেইজে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

ড্রাফটে নাম দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা সেই ফেইসবুক পোস্টে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানরা সাবধান! ডেভিড উইলি, দুশমন্থ চামিরা, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি এবং তাইমাল মিলসরা আবুধাবি টি১০ লিগের ষষ্ঠ আসরের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে ১০ ওভারের এই লিগে বরাবরই ব্যাটসম্যানদের দাপট দেখা যায়। সাকিবতামিমদের পাশাপাশি এবারের আসরে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মিলারদের মতো মারকুটে ব্যাটসম্যানরা। রয়েছেন দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ডরিক্স এবং ইংল্যান্ডের জেমস ভিন্সের মতো তারকারা।

এদিকে বাংলাদেশ থেকে টি১০ লিগে নাম দেওয়া তিন ক্রিকেটারই এখন তিন জায়গায় ব্যস্ত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সাকিব আছেন ওয়েস্ট ইন্ডিজে। জাতীয় দলের খেলা না থাকায় থাইল্যান্ডে ফিটনেস অনুশীলনে ব্যস্ত ওয়ানডে অধিনায়ক তামিম। অপরদিকে টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন মুস্তাফিজ।

এবারের এশিয়া কাপে ঠিক ছন্দে ছিলেননা মুস্তাফিজ। তার বোলিং নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশের ক্রিকেটে। বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে বলেন মুস্তাফিজ এখন আর দলের অটো চয়েজ নন।দেখা যাক টি ১০ লিগে কেমন করেন কাটার মাস্টার ফিজ।

Exit mobile version