BJ Sports – Cricket Prediction, Live Score

এবার ওয়াকার ইউনুসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Waqar Younis Maitla HI is a Pakistani cricket coach, commentator and former cricketer who captained Pakistan national cricket team.

This time serious allegations against Waqar Younis

মোহাম্মদ আসিফ, উমর আকমল, মোহাম্মদ আমিরের পর এবার পাকিস্তানের সাবেক কোচ ও অধিনায়ক ওয়াকার ইউনুসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানের জার্সিতে মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার রমিজ রাজা জুনিয়র। সম্প্রতি, ওয়াকারের বিরুদ্ধে ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ করেছেন দেশটির ওপেনার আহমেদ শেহজাদও। পাকিস্তানের কিংবদন্তিতুল্য সাবেক পেসারের বিরুদ্ধে অভিযোগের তালিকা যেন শুধু লম্বাই হচ্ছে।

করাচির স্থানীয় একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রমিজ জানান, ওয়াকারের কাছ থেকে তিনি অভদ্র আচরণের সম্মুখীন হয়েছিলেন। তিনি বলেন,  ‘জাতীয় দলের সাথে আমার একমাত্র আন্তর্জাতিক সফরের সময়, আমি ওয়াকার ইউনিসের কাছ থেকে অভদ্র আচরণের সম্মুখীন হয়েছিলাম। আমি করাচির বাসিন্দা বলেই তিনি (ওয়াকার ইউনিস) আমাকে অনেক কটূক্তি করেছিলেন। সেই সফর আমার জন্য ভয়ংকর হয়ে উঠেছিল এবং আমি শুধু বাড়ি ফিরে যেতে চেয়েছিলাম।’

২০১১ সালে পাকিস্তানের জার্সিতে খেলা এই পেসার আরো বলেন, ‘তিনি আমাকে দলে টিকে থাকতে পাঞ্জাবি ভাষা শিখতে বলেছিলেন। তারা দলের সব মিটিংয়ে পাঞ্জাবি ভাষায় কথা বলতেন। একবার আমি তাকে (ওয়াকারকে) পেসার সোহেল ভাইয়ের সাথে অনুশীলনের যাওয়ার আগ্রহের কথা বলেছিলাম। তিনি আমাকে যেতে দেননি। তিনি বলেছিলেন এটা করাচি দল নয়।’

২০২০ সালের ডিসেম্বরে পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের মানসিক অত্যাচারের শিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে দাবী করেছিলেন পাকিস্তানের এক সময়ের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির।

 এরপর ২০২১ সালের মার্চে মোহাম্মদ আসিফ আরো দাবী করেন , পাকিস্তানের কোচিং প্যানেলে থেকেও কোন আদর্শ বোলার তৈরি করতে পারেন নি ওয়াকার। এছাড়াও গত জুনে সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল বলেন, ‘ওয়াকার ইউনিস আমাদের দেশের কিংবদন্তি ফাস্ট বোলার। কিন্তু কোচ হিসেবে তার ভূমিকা বুঝতে পারতাম না।’

Exit mobile version