BJ Sports – Cricket Prediction, Live Score

এবার আরব আমিরাতে টি টোয়েন্টি লিগে দল কিনলেন শাহরুখ খান

Shah Rukh Khan, also known by the initialism SRK, is an Indian actor and film producer who works in Hindi films.

Shah Rukh Khan, also known by the initialism SRK, is an Indian actor and film producer who works in Hindi films.

জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মাধ্যমে ক্রিকেটে অভিষিক্ত হয় বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপের৷ এরপর ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ত্রিনিবাগো নাইট রাইডার্স নামে দল নেন শাহরুখ।

ফ্র‍্যাঞ্চাইজি লিগে বেশ সফল তারা। ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রের পর এবার আরব আমিরাতে- একে একে পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে জড়িয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্সের নাম। এবার শাহরুখ ঘাঁটি গাড়ছেন মরু দেশ আরব আমিরাতে। ইউএই টি-টোয়েন্টি লিগে শাহরুখ একটি দল কিনেছেন, যে দলের নাম হবে আবুধাবি নাইট রাইডার্স।  

সংযুক্ত আরব আমিরাতে আগামী বছর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই লিগে তার দল নেয়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সেখানে তারা লিখে, ‘আবুধাবি নাইট রাইডার্সের জন্য প্রস্তুত হন! নাইট রাইডার্স গ্রুপ আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার দায়িত্ব নিয়েছে। এমিরেটস ক্রিকেটের ফ্ল্যাগ-শিপ ইউএই টি-২০ লিগের একটি অবিচ্ছেদ্য অংশ থাকবে।’

আরব আমিরাতের এই লিগে দল কিনতে পেরে বেশ উচ্ছ্বসিত বলিউড বাদশা। দল কেনার পরবর্তীতে নিজের বক্তব্যে শাহরুখ বলেন, ‘গত কয়েক বছর ধরেই নাইট রাইডার্স ব্র্যান্ড বিশ্বজনীন করে তুলতে কাজ করছি আমরা। আরব আমিরাতে ক্রিকেট জনপ্রিয় করার দিকেও আমাদের নজর রয়েছে। ইউএই টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমরা গর্বিত। কোনো সন্দেহ নেই, এই লিগটাও তুমুল জনপ্রিয় হতে চলেছে।’

আসন্ন ইউএই লিগে দল কিনেছে ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। তাইতো, শুরু থেকেই আলোচনায় চলে এসেছে লিগটি। ইউএই টি-টোয়েন্টি লিগের চেয়ারম্যান বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের উন্নতিতে নাইট রাইডার্স গ্রুপের দক্ষতা এবং দায়বদ্ধতা প্রশ্নের উর্ধ্বে।

 গোটা বিশ্বে একাধিক টি-টোয়েন্টি লিগে জড়িত থাকাতেই তা প্রমাণিত। ইউএই টি-টোয়েন্টি লিগে আমাদের সঙ্গে নাইট রাইডার্স কর্তৃপক্ষ যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এতে ক্রিকেট মহলে নিঃসন্দেহে লিগটির জনপ্রিয়তা বাড়বে।’

Exit mobile version