BJ Sports – Cricket Prediction, Live Score

এবারের বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন যারা

The commentators of this year's World Cup

বোলার বল করবেন আর ব্যাটসম্যানের কাজ রান করে যাওয়া। একবার ভাবুন তো, চুপচাপ এমন দৃশ্য দেখতে কেমন লাগতো? হয়তো একেবারেই পানসে। সেই পানসে ক্রিকেটটাই আবার আমাদের মাঝে উত্তেজনার রেশ জুড়ে দেয় ধারাভাষ্যকারদের কন্ঠ। ধারাভাষ্য কক্ষে তাদের রোমাঞ্চকর উপস্থাপনা, খেলার উত্তেজনা বাড়িয়ে দেয় কয়েকগুণ।

তাই তো প্রতিবারই কোনো মেগা আসর শুরু হতেই দর্শকদের আলোচনার অংশ হয়ে থাকে, ধারাভাষ্যকারদের নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আছেন একঝাঁক তারকা ধারাভাষ্যকার। যাদের কন্ঠের জাদুতে মাতোয়ারা হবে বিশ্বকাপ।

বিশ্বকাপ  শুরুর একদিন আগে  ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে রয়েছে এউইন মরগান, ডেন স্টেইন, কার্লোস ব্রাথওয়েট এবং স্যামুয়েল বদ্রীর মতো তারকা ক্রিকেটাররা। বিশ্বের নামকরা সব ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশ থেকে আছেন আতাহার আলি খান।

এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা:

আতাহার আলি খান, অ্যাডাম গিলক্রিস্ট, ইয়ান বিশপ, ইয়ান স্মিথ, পমি এমবাঙ্গুয়া, প্রিস্টন মমসেন, রবি শাস্ত্রী, ইশা গুহ, বাজিদ খান, ব্রায়ান মুরগাট্রয়েড, মার্ক হাওয়ার্ড, রাসেল আর্নল্ড, কার্লোস ব্রাথওয়েট, মেল জোনস, স্যামুয়েল বদ্রী, ডেল স্টেইন, মাইকেল আথারটন, শেন ওয়াটসন, ড্যানি মরিসন, মাইকেল ক্লার্ক, শন পোলক, ডার্ক ন্যানেস, নাসের হোসাইন, সাইমন ডুল, এউইন মরগান, নাটালিয়া জার্মানোস, সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে এবং নেইল ও’ব্রায়েন।

রবিবার থেকে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ শুরু হলেও, মূলপর্বের খেলা শুরু হবে ২২ অক্টোবর থেকে। যেখানে প্রথম ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড। অপরদিকে বাছাইপর্ব থেকে সেরা চারটি দল সুযোগ পাবে মূলপর্বে খেলার।

Exit mobile version