BJ Sports – Cricket Prediction, Live Score

এবাদতের বোলিংয়ে নতুনত্ব, যুক্ত হচ্ছে কাটার

এবাদতের বোলিংয়ে নতুনত্ব, যুক্ত হচ্ছে কাটার

সাম্প্রতিক সময়ে বল হাতে ধারাবহিকতার ছাপ রেখে যাচ্ছেন টিম বাংলাদেশের পেসার এবাদত হোসেন। একসময় কেবলমাত্র টেস্ট বোলার হিসেবে খেলা হলেও, সময়ের সাথে তাল মিলিয়ে সাদা বলের ক্রিকেটেও নিজেকে প্রস্তুত  করেছেন এই পেসার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে, প্রতিনিয়ত বোলিংয়ে নতুনত্ব আনার বিকল্প নেই। সেই উপলব্ধি থেকেই এবার কাটার ডেলিভারি শিখে নিচ্ছেন এবাদত।

ক্যারিয়ারের শুরু থেকেই মূলত গতির জন্য পটু এবাদত। গতির সঙ্গে ইয়র্কার দিতে পারেন, ধীরে ধীরে রপ্ত করেছেন স্লোয়ার এবং বাউন্সার। কিন্তু প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করতে যে কতরকম ডেলিভারি দিয়ে থাকেন বেলাররা, তার কোনো ইয়ত্তা নেই। পেসারদের হাতে সবচেয়ে ভয়ঙ্কর ডেলিভারির মধ্যে অন্যতম একটি হলো – কাটার। তাই তো, এবাদতের মনোযোগ এখন কাটায় শেখায়।

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়ে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে নিজের বোলিং সম্পর্কে জানান এবাদত। এসময় বাংলাদেশি পেসার বলেন, ” আমি সবসময় গতির উপর বল করতে পারি। স্বাচ্ছন্দ্যে ইয়র্কার দিতে পারি। তবে আমার মনে হচ্ছে, কাটার শেখা দরকার। দুটি কাটারই আমি পারি। কিন্তু অনুশীলনের মাধ্যমে আরো নিখুঁতভাবে রপ্ত করতে হবে। “

বিশ্ব ক্রিকেটে কাটারের জন্য সমাদৃত, আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বোলিংয়ের ব্যাপারে তার কাছ থেকে শেখা নিয়ে এবাদত আরো বলেন, ” কাটারের জন্য মুস্তাফিজ খুব পরিপক্ব। তার কাছ থেকে আমি এটা শিখেছি। স্লোয়ার এবং বাউন্সার করার ক্ষেত্রেও সে আমাকে শুধরে দিয়েছে। ওর সঙ্গে খেলে নতুন কিছু শেখা যায়। এটা আমার জন্য সবসময় অনেক উপকার হয়। “

উল্লেখ্য, এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন এবাদত। এখন পর্যন্ত বল হাতে নিয়ন্ত্রিত তিনি। তবে বোলিংয়ে যে নতুনত্ব এনেছেন, তার প্রভাব মাঠে খুব একটা দেখা মেলেনি। যদিও এখনো টুর্নামেন্টের অনেকগুলো ম্যাচ বাকি আছে। সেখানে হয়তো কাটারের প্রয়োগ করে, নিজের সেরাটা দেখাতে চাইবেন এই পেসার।  আর তা করতে, বেশ আত্মবিশ্বাসের বাণী শোনালেন এবাদত নিজেও।

Exit mobile version