BJ Sports – Cricket Prediction, Live Score

উমরান মালিক বিশ্বকাপ না খেলায় খুশি উমরানের বাবা! 

উমরান মালিক বিশ্বকাপ না খেলায় খুশি উমরানের বাবা! 

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন উমরান মালিক। তার গতির ঝড় নজর কেড়েছিলো সবার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে চোখে পড়ার মতো পারফরম্যান্স করতে না পারায় জায়গা হারান বিশ্বকাপে। ফলে তার গতির কার্যকারিতা নিয়েও শুরু হয় সমালোচনা। কিন্তু ছেলে বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়াতেই বরং বাবা খুশি হয়েছেন উমরানের বাবা। 

আইপিএলে  গতিময় বোলিংয়ের কারণেই সবার আলোচনায় আসেন উমরান। বলা হয় ভারতের নতুন পেস তারকা হতে যাচ্ছেন তিনি।  টি-টোয়েন্টিতে অভিষেকও হয়ে যায় তার। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে শেষ পর্যন্ত প্রত্যাশার ছিটেফোঁটাও পূরন করতে পারেননি তিনি। টিম ইন্ডিয়ার হয়ে মাঠের ২২ গজে ধারহীন  হয়ে পড়েন উমরান। ফলে গেল বিশ্বকাপের দল থেকে শেষ পর্যন্ত বাদই পড়তে হয় তাকে। 

আর এরপর তাকে নিয়ে শুরু হয় মানুষের সমালোচনা। তবে এটা নিয়ে মোটেও চিন্তিত নন উমরানের বাবা আব্দুল রশিদ। মানুষের কথায় কর্ণপাত না করে  রশিদ মনে করেন ছেলে বিশ্বকাপ দলে না থাকায় ভালোই হয়েছে। তার মতে যখন সময় আসবে তখন অবশ্যই খেলবে তার ছেলে। আর এর জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন আছে বলে মনে করছেন না উমরানের বাবা। বরং রশিদ মনে করছেন এই সময়ে ছেলে নিজেকে তৈরি করার জন্য  আরো সময় পাবে।

উমরানের গতি নিয়ে প্রশ্ন ওঠায় এখন তিনি ভেরিয়েশন নিয়ে কাজ করছেন। অন্যদিকে ছেলে এখনও বিশ্বকাপের জন্য প্রস্তুত নয়, এটাও মানছেন তার বাবা। কিন্তু বসে নেই উমরান। অভিজ্ঞদের কাছ থেকে নিয়মিত শিখছেন এই তরুণ ক্রিকেটার। তার বাবার কথা অনুযায়ী, অভিজ্ঞদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির সুযোগ পাচ্ছেন উমরান। আর এখান থেকেই অভিজ্ঞদের দেখে শিখেবেন বলে মনে করেন উমরানের বাবা। 

উল্লেখ্য, বিশ্বকাপের আগেই ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় উমরানের। তবে ২২ গজে প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। সম্প্রতি  ভারতের নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে অভিষেক হয় উমরানের। ম্যাচটিতে ১০ ওভারে জোড়া উইকেট শিকার করে ফেলেন উমরান। বল হাতে দেন ৬৬ রান। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন জাতীয় দলের চাপ শুরুতে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে এই তরুন পেস সেনসেশনের। চাপটা মানিয়ে নিতে পারলে উমরান ভারতকে দীর্ঘদিন সার্ভিস দেবে বলেও মনে করছেন অনেকে।

Exit mobile version