BJ Sports – Cricket Prediction, Live Score

উমরান মালিককে কি পরামর্শ দিলেন ম্যাকগ্রা?

What McGrath advised Umran Malik

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবার নজর কেড়েছিলেন ভারতের তরুণ পেসার উমরান মালিক। গতির ঝড় তুলে সবার নজরে চলেন আসেন তিনি। তবে এরপর আন্তর্জাতিক ক্রিকেটে এসেই যেন অচেনা উমরান। এবার ভারতীয় তরুণকে আন্তর্জাতিক ম্যাচে সাফল্যের পথ বাতলে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

ভারতের উঠতি এই পেসারের গতিতে মুগ্ধ হয়েছেন সাবেক অজি তারকা। ম্যাকগ্রা মনে করেন, নিয়মিত ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করা মোটেই সহজ কাজ নয়। উমরানের সেই দক্ষতা রয়েছে। তবে ম্যাকগ্রা এটাও বিশ্বাস করেন, শুধু গতি দিয়েই ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব না।

ম্যাকগ্রা বলেন, ‘উমরানকে খুব বেশি বল করতে দেখিনি আমি। ওর মতো ১৫০ কিলোমিটার গতিতে বল করা কাউকে শেখানো যায় না। এটা ওর স্বাভাবিক দক্ষতা। নিয়ন্ত্রণ আনতে গতি কমানোর পক্ষে আমি নই। বরং গতি বজায় রেখেই বলের উপর নিয়ন্ত্রণ বাড়াতে হবে। সেজন্য ওকে কঠোর পরিশ্রম করতে হবে।’

সার কথা, উমরানকে বলের গতি না কমানোর পরামর্শ দিয়েছেন ম্যাকগ্রা। এদিকে ভারতের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উমরান রান দিয়েছেন ৯৮। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সফরের দলে সুযোগই পাননি তিনি। তবে উমরানের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন ম্যাকগ্রা। গতি বজায় রেখে নিয়ন্ত্রণ বাড়াতে পারলেই সাফল্য আসবে বলে জানান তিনি।

Exit mobile version