BJ Sports – Cricket Prediction, Live Score

উইলিয়ামসনকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষনা

উইলিয়ামসনকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষনা

উইলিয়ামসনকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষনা

অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টিটোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে প্রায় সবগুলো দল। প্রায় শেষদিকে এসে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গত বিশ্বকাপের প্রায় পুরো দলটাই এবারের বিশ্বকাপে খেলবে কিউইেদর। যেখানে নতুন মুখ কেবল ওপেনার ফিন অ্যালেন এবং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

এবারের বিশ্বকাপেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। এবারের বিশ্বকাপে কিউইদের পেস বিভাগের দায়িত্ব সামলাবেন বরাবরই টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট। তাদের সঙ্গে জুটি বাঁধবেন গতিতারকা লুকি ফার্গুসন এবং অ্যাডাম মিলনে।

এদিকে কিউই দলের অন্যতম খবর, এবারের বিশ্বকাপে মাঠে নামলেই প্রথম কিউই ক্রিকেটার হিসেবে সাতটি টিটোয়েন্টি বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করবেন মার্টিন গাপটিল। অন্যদিকে গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যাবে ডেভন কনওয়েকে। তবে দল থেকে বাদ পড়েছেন কাইল জেমিসন, টড অ্যাসল এবং টিম সেইফার্ট।

১৬ অক্টোবর এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠলেও, ২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কিউইদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। আরব আমিরাতে ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। দেখা যাক এবারের আসরে কতদূর যায় দলটি। 

টিটোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর জন্য নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি এবং টিম সাউদি।

Exit mobile version