BJ Sports – Cricket Prediction, Live Score

ইশান কিষানের রেকর্ড ভেঙ্গে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান এখন শুভমান গিল

ইশান কিষানের রেকর্ড ভেঙ্গে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান এখন শুভমান গিল

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শুভমান গিল। শ্রীলংকা সিরিজে শতকের দেখা পেয়েছিলেন এই তরুণ ওপেনার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে যা করলেন, তা তো রীতিমতো অবিশ্বাস্য। এবার আর শতক করেই সন্তুষ্ট থাকেননি গিল, হাঁকিয়ে দিলেন দ্বিশতক। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, ২০৮ রানের ইনিংস খেলেন এই ভারতীয়। এতেই সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানের রেকর্ডও নিজের করে নিলেন শুভমান গিল। ভেঙ্গে গেলো কিছুদিন আগে গড়া ইশান কিষানের রেকর্ড। 

এদিন অবশ্য বেশ নাজুক ব্যাটিং করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। হাই স্কোরিং ম্যাচ, তবে অর্ধশতকের দেখাও পাননি গিল ছাড়া আরো কোনো ব্যাটসম্যান। গিলের দ্বিশতক বাদ দিয়ে ভারতের ইনিংসে, দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। কিন্তু তাতে কি? অপরপ্রান্তে আসা – যাওয়ার মিছিলেও, একপ্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহ দিয়েছেন গিল। আর সেই সাথে নিজে পৌছে গেলেন অন্য এক চূড়ায়। 

এই দ্বিশতকের ফলে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন গিল। প্রথমত, ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক হাঁকানোর কৃতিত্ব দেখালেন এই ডানহাতি ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিশতক হাঁকানোর দিনে গিলের বয়স ছিলো  ২৩ বছর ১৩২ দিন। অবশ্য ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরির  রেকর্ডটি কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে  করেছিলেন আরেক ভারতীয় তরুণ ইশান কিষান। সেসময় তার বয়স ছিল ২৪ বছর ১৪৫ দিন। এদিন তাই ইশানের রেকর্ড ভেঙ্গে দিয়ে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়লেন গিল।

এদিকে ওয়ানডেতে অষ্টম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক হাঁকানোর দিনে, আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন গিল। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ব্যক্তিগত হাজার রান পূর্ণ হয়েছে তার। গিলের এই মাইলফলকও হয়েছে খুব কম সময়ে। মাত্র ১৯ ইনিংসে ব্যাটিং করে এই অর্জনে পা রাখলেন তিনি। এ যাত্রায় ভারতের দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং শেখর ধাওয়ানকে টপকে গেছেন তিনি।

নিজের দ্বিশতক,  দলের জয়, সেইসাথে ম্যাচসেরার পুরস্কার পাওয়া এই ম্যাচটি গিলের জন্য স্বপ্নের মতো। ভারতীয় তরুণ জানতেনই না, এই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পেয়ে যাবেন। ঈশানের রেকর্ড ভেঙে গিল মনে করছেন, ক্রিকেটে এমন ছাড়িয়ে যাওয়াটা বেশ উপভোগ্য। বোলারদের উপর চাপ তৈরি করে খেলার কারণেই, এমন সাফল্য পেয়েছেন বলে জানান গিল নিজেই। রেকর্ড গড়ার দিনে প্রশংসায় ভাসছেন এই তরুন ব্যাটার।  গিলকে সামাজিক যোগাযোগমাধ্যমে  শুভেচ্ছা জানিয়েছেন শেবাগ, যুবরাজ সিং এর মত তারকারাও।

Exit mobile version