BJ Sports – Cricket Prediction, Live Score

ইনজুরিতে রবীন্দ্র জাদেজার টি টোয়েন্টি বিশ্বকাপও শেষ!

এশিয়া কাপ খেলতে আসার আগেই ইনজুরিতে পড়ে  শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার প্রধান পেস বোলার বুমরার এশিয়া কাপ। বর্তমানে ভারতে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের জন্য  এবার আরো বড় ধাক্কা। ইনজুরির কারনে  এশিয়া কাপের পর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপও শেষ হয়ে গেল ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার।

শুক্রবার জানা যায়  হাঁটুর চোটের কারণে চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এই ভারতীয় অলরাউন্ডার। এবার জানা গেল আরো বড় দুঃসংবাদ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।

এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান জাদেজা। যদিও মাঠে তেমন গুরুতর না হলেও, পরবর্তীতে স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়ে তার। এরপরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানায়, এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেননা গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার।

রবীন্দ্র জাদেজার বদলে পরে এশিয়া কাপে ডাক পান আইপিএলে ভালো খেলা অক্ষর প্যাটেল। যদিও  পাকিস্তানের সাথে দ্বিতীয়  ম্যাচে ছিলেননা তিনি। তার বদলে দলে জায়গা পান স্পিনার রবি।

নতুন খবর হচ্ছে জাদেজার হাঁটুতে  অস্ত্রোপচার করা হবে। সেক্ষেত্রে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে, কমপক্ষে মাস খানেক বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর শুরু হবে পুনর্বাসন। ফলে বিশ্বকাপে খেলা হবে না জাদেজার।

এদিকে জাদেজার মতো একজন তারকা অলরাউন্ডারের দলে না থাকাটা টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা।

অধিনায়ক রোহিত শর্মার দুশ্চিন্তাও তাই আরো বাড়ার কথা। উল্লেখ্য এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জয়ে অন্যতম ভূমিকা রাখেন জাদেজা। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি হতে পারতেন টিম ইন্ডিয়ার অন্যতম তুরুপের তাস। কিন্ত চোটই শেষ করে দিল তার বিশ্বকাপ স্বপ্ন।

Exit mobile version