BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ৪ জুলাই: ইংল্যান্ড বনাম ভারত (৫ম টেস্ট – ৪র্থ দিন)

ENG vs IND banner

ইংল্যান্ড বনাম ভারত

ইংল্যান্ড বনাম ভারত (৫ম টেস্ট – ৪র্থ দিন)

প্রথম ইনিংসেই ১৩২ রান পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। যার ফলে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২৪৫ হওয়া সত্ত্বেও জয়ের জন্য ৩৭৮ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নামতে হয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে।

তৃতীয় দিন ৩ উইকেটে ১২৫ রান নিয়ে শেষ করেছিল ভারত। ৫০ রানে চেতেশ্বর পুজারা এবং ৩০ রানে ব্যাট করছিলেন রিশাভ পান্ত। চতুর্থ দিন ব্যাট করতে নেমে পুজারা আউট হন ৬৬ রান করে। হাফ সেঞ্চুরি করেন রিশাভ পান্তও। ৮৬ বলে ৫৭ রান করেন তিনি।

২৩ রান করে আউট হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রবিন্দ্র জাদেজা। ১৩ রান করেন মোহাম্মদ শামি। ১৯ রান করে আউট হন স্রেয়াশ আয়ার। প্রথম ইনিংসে ১ ওভারে ৩৫ রান করা অধিনায়ক বুমরাহ ২য় ইনিংসে করেছে মাত্র ৭ রান। এছাড়া শার্দুল ঠাকুর করেছে ৪ রান এবং সিরাজ করেছেন ২ রান।

দ্বিতীয় ইনিংসে পুজারা আর রিশাভ পান্তের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ভারত অলআউট হয়েছে ২৪৫ রানে। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস নেন ৪ উইকেট। ২ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড এবং ম্যাথিউ পটস। ১টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন এবং জ্যাক লিচ।

৩৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুন বিপদে ছিল ইংল্যান্ড। দুই ওপেনার অ্যালেক্স লিচ আর জ্যাক ক্রাউলি ১০৭ রানের জুটি গড়ে দারুন সূচনা করেছিলেন। কিন্তু ৪৬ রান করে বুমরাহর বলে জ্যাক ক্রাউলি আউট হওয়ার পর ওলি পোপ আউট হন কোনো রান না করেই।

৬৫ বলে ৫৬ রান করার পর রানআউটের খাঁড়ায় পড়েন অ্যালেক্স লিচ। ইংল্যান্ডের রান তখন ৩১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২। ১৬ রান নিয়ে জো রুট এবং ৭ রান নিয়ে ব্যাট করছিলেন জনি বেয়ারেস্টো। তখনও ২৪৬ রান করতে হবে ইংল্যান্ডকে। তখনি শুরু হল এক অবিশ্বাস্য ব্যাটিং।

বেন স্টোকস নেতৃত্ব নেয়ার পর থেকে যেন পুরোপুরি বদলে গেছে ইংল্যান্ড। প্রতিপক্ষ যত রানের লক্ষ্যই দিক না কেন, সেটা যেন পাড়ি দেয়া খুবই মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে।

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২৯৯ রানের লক্ষ্য চতুর্থ ইনিংসে এসে তারা পাড়ি দেয় মাত্র ৫০ ওভারে। ২৯৬ রানের লক্ষ্য পাড়ি দেয় তাও মাত্র ৫৪ ওভারে, ৩ উইকেট হারিয়ে। টেস্ট ক্রিকেটের পঞ্চম দিন, চতুর্থ ইনিংসে ৫-এরও বেশি হারে রান তোলার কৃতিত্ব এখন যেন এককভাবে তাদেরই মানায়।

চলতি এজবাস্টন টেস্টে ভারতীয় বোলাররা আক্ষরিক অর্থেই দারুণ বোলিং করে চলেছে। ভারতীয়দের করা ৪১৬ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৮৪ রানে। সেই ভারতীয় বোলিং লাইনআপকে চতুর্থ ইনিংসে এসে যেন থোড়াই কেয়ার করছে ইংলিশরা। বিশেষ করে জো রুট আর জনি বেয়ারেস্টো।

৩৭৮ রানের বিশাল লক্ষ্যকে এখন স্রেফ মামুলি বানিয়ে ছাড়ছে তারা। টেস্টের এখনও একটি দিন পুরো বাকি। অলৌকিক কিছু না ঘটলে খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে ইংল্যান্ড। ৩৭৮ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিয়ে জয়, চাট্টিখানি কথা নয়।

১০৯ রানের মাথায় পড়েছিল তৃতীয় উইকেট। এরপর জো রুট আর জনি বেয়ারেস্টো মিলে জুটি বাধেন এবং ১৫০ রানের জুটি গড়ে এখনও অবিচ্ছিন্ন রয়েছেন তারা। পঞ্চম দিন ৭৬ রান নিয়ে জো রুট এবং ৭২ রান নিয়ে ব্যাট করতে নামবেন জনি বেয়ারেস্টা।

ওভারপ্রতি ৪.৫৪ হারে রান তুলে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ২৫৯ রান। জয়ের জন্য আর কেবল ১১৯ রান প্রয়োজন ইংল্যান্ডের। হাতে আছে ৭ উইকেট। সবচেয়ে বড় কথা, উইকেটে প্রতিষ্ঠিত দুই ব্যাটার জো রুট এবং জনি বেয়ারেস্টো।

আজ বিকেল ৩:৩০ টায় ৫ম দিনের খেলা শুরু হবে। 


ইংল্যান্ড বনাম ভারত এর স্কোরবোর্ড 

ভারত (১ম ইনিংস) – ৪১৬/১০ (৮৪.৫)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৮৪/১০ (৬১.৩)

ভারত (২য় ইনিংস) – ২৪৫/১০ (৮১.৫) 

ইংল্যান্ড (২য় ইনিংস) – ২৫৯/৩ (৫৭.০)



ইংল্যান্ড বনাম ভারত ম্যাচের একাদশ

ইংল্যান্ড  বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, অ্যালেক্স লিস, জো রুট, অলি পোপ, ম্যাটি পটস, জনি বেয়ারস্টো, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন
ভারত যশপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), চেতেশ্বর পূজারা, শুভমান গিল, বিরাট কোহলি, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, মোহম্মদ শামি, শার্দুল ঠাকুর, মোহম্মদ সিরাজ

 

Exit mobile version