Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২ জুলাই: ইংল্যান্ড বনাম ভারত (৫ম টেস্ট – ২য় দিন)

ENG vs IND 5th Test – Day 2 Highlights - ft

ইংল্যান্ড বনাম ভারত 5th Test – Day 2 Highlights

ইংল্যান্ড বনাম ভারত (৫ম টেস্ট – ২য় দিন)

৯৮ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ভারত, তখনই হাল ধরেছিলেন রিশাভ পান্ত এবং রবিন্দ্র জাদেজা। ইংলিশ বোলারদের আনন্দ যেটুকু ছিল, সেটাকে পু্রোপুরি মাটি করে দেন এ দু’জন। ২২২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা দু’জন।

এরই মধ্যে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি পূরণ করেন পান্ত। ৮৯ বলে সেঞ্চুরি করার পর ১১১ বলে আউট হন ১৪৬ রান করে। পান্ত আউট হয়ে গেলেও ৮৩ রান নিয়ে অপরাজিত থেকে যান রবিন্দ্র জাদেজা।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে সেঞ্চুরি পূরণ করেন জাদেজাও। ক্যারিয়ারে তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূরণ করে তিনি আউট হন ১০৪ রান করে। অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাদেজা।

মোহাম্মদ শামি ১৬ রান করে আউট হন। শেষ মুহূর্তে তো জসপ্রিত বুমরাহ রীতিমত বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। 

ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ওভারের ৬ বলে ৬ ছক্কা মেরে ৩৬ রান তোলার রেকর্ড আছে বেশ কয়েকটি। কিন্তু টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ কত রান নেয়া যায়? যেখানে টেস্টে ব্যাট করতে হয় টুক টুক করে, ঘণ্টার পর ঘণ্টা ধরে রেখে রান তুলতে হয়, যেখানে রান তোলার হার ৩ কিংবা তার বেশি হলেই অনেকে বাহবা দিতে থাকেন, সেখানে এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে?

টেস্টে বোলারকে পিটিয়ে এক ওভারে সর্বোচ্চ ২৮ রান পর্যন্ত নেয়ার রেকর্ড ছিল। তাও একটি নয়, তিনটি। সেই তিন রেকর্ডের সাথে জড়িয়ে ছিল ব্রায়ান লারা, জর্জ বেইলি এবং কেশভ মাহারাজের নাম। 

এবার এদের সবাইকে এক সঙ্গে ছাড়িয়ে গেলেন ভারতের যশপ্রিত বুমরাহ। বার্মিংহ্যামের এজবাস্টনে চলমান ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডকে পিটিয়ে এক ওভার থেকে ৩৫ রান তুলেছেন ভারতের অধিনায়ক বুমরাহ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এক ওভারে সর্বোচ্চ রান নেয়ার রেকর্ড এটি।

ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারের ঘটনা এটি। ৩৫ রান এলেও বুমরাহর ব্যাট থেকে এসেছে ২৯ রান। বাকি ৬ রান এসেছে অতিরিক্ত থেকে।

৮০তম ওভারের ৪র্থ বলে মোহাম্মদ শামিকে ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। এরপরই ব্যাট করতে নামেন বুমরাহ। ৮৪তম ওভার শুরুর আগে ৭ বল মোকাবেলা করে একটি রানও করতে পারেননি বুমরাহ। এ সময় ভারতের রান ছিল ৯ উইকেটে ৩৭৭। ৮৪তম ওভার শেষে তাদের রান হলো ৪১২।

শেষ পর্যন্ত এন্ডারসনের বলে মোহাম্মদ সিরাজ আউট হওয়ার পরই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৯৮ রানে যেখানে ৫ উইকেট হারিয়েছিল তারা, সেখানে শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ালো ৪১৬ রান।

ইংলিশ পেসার জেমস এন্ডারসন এখনও বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যাচ্ছেন। ৬০ রান দিয়ে তিনি একাই নিলেন ৫ উইকেট। ম্যাথিউ পটস নেন ২ উইকেট এবং ১টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস এবং জো রুট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিছুতেই সুবিধা করতে পারেন নেই ইংলিশরা। ২৭ ওভার খেলার পর ৮৪ রানে ৫ উইকেট পরে যায় তাদের।

অ্যালেক্স লিস করেন ৯ বলে ৬ রান। জ্যাক করেন ১৭ বলে ৯ রান। ওলি পোপ করেন ১৮ বলে ১০ রান। জো রুট আশা দেখালেও ৬৭ বলে ৩১ রান করার পর ড্রেসিং রুমে ফিরে যান। বেয়ারস্টো করেন ৪৭ বলে ১২ রান। জ্যাক লিচ করেন শূন্য রান।

ভারতের পক্ষে যশপ্রিত বুমরাহ ১১ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন। এছাড়া শামি এবং সিরাজ ১টি করে উইকেট পেয়েছেন।

ইংল্যান্ড বনাম ভারত এর স্কোরবোর্ড

ভারত (১ম ইনিংস) – ৪১৬/১০ (৮৪.৫)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৮৪/৫ (২৭.০)


ইংল্যান্ড বনাম ভারত 5th Test – Day 2 Highlights 2


ইংল্যান্ড বনাম ভারত ম্যাচের একাদশ

ইংল্যান্ড  বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, অ্যালেক্স লিস, জো রুট, অলি পোপ, ম্যাটি পটস, জনি বেয়ারস্টো, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন
ভারত যশপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), চেতেশ্বর পূজারা, শুভমান গিল, বিরাট কোহলি, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, মোহম্মদ শামি, শার্দুল ঠাকুর, মোহম্মদ সিরাজ

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...