BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ৩ জুলাই: ইংল্যান্ড বনাম ভারত (৫ম টেস্ট – ৩য় দিন)

ENG vs IND 5th Test – Day 3 Highlights - ft

ইংল্যান্ড বনাম ভারত 5th Test – Day 3 Highlights

ইংল্যান্ড বনাম ভারত (৫ম টেস্ট – ৩য় দিন)

জনি বেয়ারেস্টো যেন নিজেকে একের পর এক অন্য উচ্চতায় নিয়ে চলেছেন। টানা তিন টেস্টে তার ব্যাট থেকে এলো সেঞ্চুরির দেখা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। টানা তৃতীয় টেস্টে এসে ভারতের বিপক্ষেও সেঞ্চুরি করলেন।

বার্মিংহ্যামের এজবাস্টনে যখন ভারতীয় বোলিংয়ের মুখে খুবই বাজে অবস্থায় পড়ে যায় ইংল্যান্ড, তখনই দলের হাল ধরেন বেয়ারেস্টো। বেন স্টোকস, স্যাম বিলিংসদের সঙ্গে জুটি গড়ে ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি করেন এই উইকেরক্ষক ব্যাটার।

জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু বেয়ারস্টো নিজের সেঞ্চুরিকে বেশি বড় করতে পারেননি। যে কারণে ভারতের কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি স্বাগতিকদের।

২য় দিন নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৮৪ রান করে খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেখান থেকে রোববার আরও ২০০ রান যোগ করে তারা। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরিতে ১০৬ রান করেন বেয়ারস্টো। এছাড়া অধিনায়ক বেন স্টোকস ২৫ ও উইকেটরক্ষক স্যাম বিলিং করেন ৩৬ রান।

১৪০ বলে ১০৬ রান করে মোহাম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন বেয়ারেস্টো। তিনি ১৪ টি ৪ ও ২টি ছয় মেরেছেন। ৩৬ বলে ২৫ রান করে আউট হন বেন স্টোকস। ঠাকুরের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তিনি ৪টি চার মেরেছিলেন।

স্যাম বিলিংস ৫৭ বলে করেন ৩৬ রান। তিনি সিরাজের বলে বোল্ড আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান, তিনিও ৪টি চার হাকিয়েছিলেন। শেষ দিকে ম্যাথিউ পটস করেন ১৯ রান। তিনি ৩টি চার ও ১টি ছয় মেরেছিলেন। 

শেষ পর্যন্ত ৬১.৩ ওভারে ৪.৬১ ওভার প্রতি রান তুলে স্কোর বোর্ডে ইংলিশরা জমা করে ২৮৪ রান। ভারতের চেয়ে পিছিয়ে থাকে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পেয়ে যায় সফরকারী ভারত।

ভারতীয়দের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৪ উইকেট। অধিনায়ক জসপ্রিত বুমরাহ নেন ৩ উইকেট এবং মোহাম্মদ শামি নেন ২টি। ১ উইকেট নেন শার্দুল ঠাকুর।

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসের এই ১৩২ রানের সঙ্গে তিন উইকেট হারিয়ে আরও ১২৫ রানের লিড যোগ করেছে জাসপ্রিত বুমরাহর দল। সবমিলিয়ে ম্যাচের তিন দিন শেষে সাত উইকেট হাতে রেখে ২৫৭ রানের লিড নিয়ে ফেলেছে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত।

দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন ভারতের ওপেনার শুবমান গিল এবং গিলের উইকেট হারায় ভারত। তিনি করেন মাত্র ৪ রান। ১১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান ছিল ভারতের। ১৬ রান নিয়ে চেতেশ্বর পুজারা এবং ৬ রান নিয়ে ব্যাট করছিলেন হনুমা বিহারী। ১৬৪ রানের লিড দাঁড়িয়েছিল ভারতের।

তিন নম্বরে নামা হানুমা বিহারি করেন ১১ রান। তিনি মোট ৪৪টি বল খেলেছিলেন এবং ১টি চার মেরেছিলেন। বিরাট কোহলিও বেশিক্ষণ থাকতে পারেননি। আউট হয়েছেন ২০ রান করে। তিনি খেলেছেন ৪০টি বল এবং চারটি চার মেরেছেন। ভারত ৭৫ রানে হারায় ৩ উইকেট।

সেখান থেকে আর বিপদ ঘটতে দেননি রিশাভ পান্ত ও চেতেশ্বর পুজারা। দুজনের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে ৩ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। হাফসেঞ্চুরি ছুঁয়ে ৫০ রানে অপরাজিত পুজারা। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান পান্ত করেছেন ৩০ রান।

আজ বিকেল ৩:৩০ টায় ৪র্থ দিনের খেলা শুরু হবে।

ইংল্যান্ড বনাম ভারত এর স্কোরবোর্ড 

ভারত (১ম ইনিংস) – ৪১৬/১০ (৮৪.৫)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৮৪/১০ (৬১.৩)

ভারত (২য় ইনিংস) – ১২৫/৩ (৪৫.০) 



ইংল্যান্ড বনাম ভারত ম্যাচের একাদশ

ইংল্যান্ড  বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, অ্যালেক্স লিস, জো রুট, অলি পোপ, ম্যাটি পটস, জনি বেয়ারস্টো, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন
ভারত যশপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), চেতেশ্বর পূজারা, শুভমান গিল, বিরাট কোহলি, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, মোহম্মদ শামি, শার্দুল ঠাকুর, মোহম্মদ সিরাজ
Exit mobile version