BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৭ জুন: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ৫ম দিন)

ENG vs NZ

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ৫ম দিন)

ঘরের শত্রু বিভীষণ হয়ে নিউজিল্যান্ডের সর্বনাশ করলেন ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক কিউই অধিনায়ক ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নিজের দেশ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেন।

নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে হারানো ইংল্যান্ডের ক্রিকেটে নতুন দিনের শুরু নাকি টেস্ট ক্রিকেটের নতুন দিনের শুরু—এ নিয়ে আমুদে তর্ক হতেই পারে। তবে টেস্ট ক্রিকেটে নতুন দিনের ব্যাটিংয়ের শুরুটা যে এ সিরিজে দেখা গেছে, সেটা বলাই যায়। আর এই শুরুর অগ্রনায়ক হলেন জনি বেয়ারস্টো।

আরও একবার টেস্টকে টি-টোয়েন্টি বানালেন জনি বেয়ারস্টো। টেস্টের ম্যাড়ম্যাড়ে ক্রিকেটকে ভুলিয়ে দেওয়া ইংলিশ এই ব্যাটার এবার দলের জয়ে খেলেছেন ৪৪ বলে ৭১ রানের হার না মানা ইনিংস।

লিডসে সিরিজের তৃতীয় টেস্টে বৃষ্টিবাধা পেরিয়ে ৭ উইকেটে জিতেছে ইংল্যান্ড। আগের দুই টেস্টে ৫ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিকরা। ফলে তিন টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ২৯৬ রানের। চতুর্থ দিনেই ম্যাচটা প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল ইংলিশরা। ওলি পোপ আর জো রুটের হাফসেঞ্চুরিতে ২ উইকেটে তুলেছিল ১৮৩ রান।

তবে পঞ্চম দিনের উইকেট। একটু তো আশা ছিলই নিউজিল্যান্ডের। সেই আশা যেন আরও বাড়িয়ে দেয় বৃষ্টি। প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। লাঞ্চের পর খেলা শুরু হলে দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় কিউইরা।

১২ বাউন্ডারিতে ৮২ রান করে সাউদির বলে বোল্ড হন ওলি পোপ। তবে ওই উইকেট ফেলে যেন আরও বিপদ বেড়েছে নিউজিল্যান্ডের। ক্রিজে আসেন জনি বেয়ারস্টো।

আর এসেই শুরু করেন তার দানবীয় ব্যাটিং। জো রুটকে সঙ্গে নিয়ে ৮৭ বলেই ১১১ রানের জুটি গড়েন বেয়ারস্টো। ফলে ম্যাচটা বের করে নিতে একদমই কষ্ট হয়নি ইংলিশদের। ১২৫ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন রুট।

বেয়ারস্টো ৪৪ বলে তার ৭১ রানের বিধ্বংসী ইনিংসে ৮টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। এই টেস্টেরই প্রথম ইনিংসে ১৫৭ বলে ১৬২ করেছিলেন বেয়ারস্টো। তার আগের টেস্টে খেলেছিলেন ৯২ বলে ১৩৬ রানের ম্যাচ জেতানো ইনিংস।


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড 

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৩২৯/১০ (১১৭.৩) 

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৩৬০/১০ (৬৭.০)

নিউজিল্যান্ড (২য় ইনিংস) – ৩২৬/১০ (১০৫.২)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ২৯৬/৩ (৫৪.২)

ফলাফল – ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জ্যাক লিচ



ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ইংল্যান্ড  বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, অ্যালেক্স লিস, জো রুট, অলি পোপ, জেমি ওভারটন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাটি পটস, জ্যাক লিচ
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), উইল ইয়ং, টম ল্যাথাম, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট
Exit mobile version