BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৬ জুন: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ৪র্থ দিন)

ENG vs NZ

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ৪র্থ দিন)

ট্রেন্ট ব্রিজের মতো হেডিংলিতেও পঞ্চম দিনে বিনা পয়সায় খেলা দেখতে পারবেন দর্শকেরা, ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব সে ঘোষণা দিয়েছে। রুট-পোপের ব্যাটিং বলছে, শেষ দিন খুব বেশিক্ষণ হয়তো খেলা দেখার সুযোগ না-ও পেতে পারেন হেডিংলির দর্শকেরা। তবে বিনোদনের যে কমতি হবে না, সেটির মোটামুটি নিশ্চয়তা দেওয়াই যায়। এ সিরিজে ইংল্যান্ড তো কম বিনোদন দিচ্ছে না! নিউজিল্যান্ডের জন্য অবশ্য শেষ এক দফা লড়াইয়ের সুযোগ রয়েছে।

চতুর্থ দিনের প্রথম সেশনটা অবশ্য ইংল্যান্ডের জন্য শুরু হয়েছিল হতাশায়। এ সিরিজে ইংল্যান্ড বোলারদের সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ হয়ে ওঠা ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল সেশনটি কাটিয়ে দেন অবিচ্ছিন্ন থেকেই। দুজন মিলে ওই সময় যোগ করেন ৮৬ রান। ইংল্যান্ড অবশ্য প্রায় পেয়ে গিয়েছিল মিচেলের উইকেট, জ্যাক লিচের বলে এলবিডব্লু হয়েছিলেন তিনি। তবে সে দফা রিভিউ নিয়ে বেঁচে যান মিচেল।

দ্বিতীয় নতুন বলেও ইংল্যান্ডের ভাগ্য ফেরেনি দ্রুতই, এবার রিভিউ বাঁচিয়ে দেয় ব্লান্ডেলকে, ম্যাথু পটসের বলে তাঁকে দেওয়া হয়েছিল এলবিডব্লু। তবে সে ওভারেই ব্রেকথ্রু এনে দেন পটস। এবার মিচেলকে এলবিডব্লু দেন আম্পায়ার।

১৬৮ রান এবং ৫ উইকেট নিয়ে খেলতে নামে নিউজিল্যান্ড এবং হারায় মিচেলকে। মিচেল ৯টি চারের সহযোগে ১৫২ বলে ৫৬ রান করেন।

মিচেল ফেরার পর নিউজিল্যান্ডকে এগিয়ে নেওয়ার দায়িত্বটা নেন ব্লান্ডেল। তবে অন্য প্রান্তে সঙ্গীদের জ্যাক লিচের কবলে পড়া দেখেছেন তিনি। তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি হন বোল্ড। নিল ওয়াগনারের উইকেটটি অবশ্য অদ্ভুতভাবেই পান লিচ।

ট্রেন্ট বোল্টকে অবশ্য ‘স্বাভাবিক’ভাবেই বোল্ড করেন লিচ, তাতেই ক্যারিয়ারে প্রথম বারের মতো ম্যাচে দশ উইকেট হয়ে যায় এ বাঁহাতির।

মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট মিলে করেন ১৫ রান। এছাড়া বান্ডেল ১৬১ বল খেলে করেন ৮৮ রান। তিনি ১৫টি চার মেরেছেন এবং তিনি অপরাজিত ছিলেন। 

৪র্থ দিন ইংল্যান্ডের পক্ষে জ্যাক লিচ নেন চারটি উইকেট এবং পটস নেন ১ টি উইকেট। 

দিনের শেষে এসে সহজ মনে হলেও রান তাড়ায় ইংল্যান্ডের শুরুটা হয়েছিল গোলমেলে, জ্যাক ক্রলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে ইনিংসের পঞ্চম ওভারে রান-আউট হয়ে ফেরেন অ্যালেক্স লিস। তিনি ১৮ বলে ৯ রান করেন এবং ২টি চার মারেন।

ইতিবাচক শুরুর পর ৩৩ বলে ২৫ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ তোলেন জ্যাক ক্রলিও। তিনি মেরেছেন ৬টি চার।

পরের গল্পটা অবশ্য রুট ও পোপের। ইনিংসজুড়েই দুর্দান্ত শটের কমতি ছিল না। 

২৯৫ রান তাড়ায় চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৮৩ রান তুলে ফেলেছে তাঁরা। ওলি পোপ সিরিজে নিজের দ্বিতীয় শতক থেকে ১৯ রান দূরে, খেলেছেন ১০৫ বল। জো রুট অপরাজিত ৮০ বলে ৫৫ রান করে। দুজনের জুটিতে ১৬৩ বলে উঠেছে ১৩২ রান। টানা তৃতীয় ম্যাচে রান তাড়া করে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াস করতে ইংল্যান্ডের প্রয়োজন আর ১১৩ রান।

জো রুট এখনও পর্যন্ত ৭টি চার ও ১টি ছয় মেরেছেন। অপরদিকে পোপ মেরেছেন ১২টি চার। 

নিউজিল্যান্ডের পক্ষে এখনও পর্যন্ত ব্রেসওয়েল একটি উইকেট পেয়েছেন।

আজ বিকেল ৪ টায় ৫ম দিনের খেলা শুরু হবে। ইংল্যান্ড জিততে পারবে নাকি তার আগেই নিউজিল্যান্ড সব উইকেট ফেলে দেবে সেটাই এখন দেখার বিষয়।


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড 

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৩২৯/১০ (১১৭.৩) 

ইংল্যান্ড (১ম ইনিংস) – ৩৬০/১০ (৬৭.০)

নিউজিল্যান্ড (২য় ইনিংস) – ৩২৬/১০ (১০৫.২)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ১৮৩/২ (৩৯.০)



ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ইংল্যান্ড  বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, অ্যালেক্স লিস, জো রুট, অলি পোপ, জেমি ওভারটন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাটি পটস, জ্যাক লিচ
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), উইল ইয়ং, টম ল্যাথাম, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট
Exit mobile version