BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৪ জুন: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ২য় দিন)

ENG vs NZ banner

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ২য় দিন)

লিডসে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দিনেই বিপদে পড়েছিল টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড। ১২৩ রানে হারিয়ে বসেছিল ৫ উইকেট। কিন্তু এরপর ড্যারেল মিচেল আর টম ব্লান্ডেল হাল ধরেন।

প্রথম দিন শেষে স্বস্তিতেই ছিল কিউইরা। তবে ৫ উইকেটে ২২৫ রানে দ্বিয় দিন শুরু করা দলটি প্রত্যাশিত পুঁজি পায়নি মিচেলের সেঞ্চুরির পরও। বল হাতে স্পিন ভেল্কি দেখিয়েছেন জ্যাক লিচ। তাতে ৩২৯ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

মিচেল আর ব্লান্ডেলের জুটিতে ১২০ রান উঠে। ব্লান্ডেল ৫৫ করে আউট হন। কিন্তু মিচেল ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি।

তবে ২২৮ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় মিচেল ১০৯ রান করে লিচের শিকার হলে আর বেশিদূর এগোতে পারেনি কিউইরা। লেজটাও ছেঁটে দেন লিচ।

এছাড়া ব্রেসওয়েল করেন ৪৬ বলে ১৩ রান। সাউদি ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৩৩ রান করেন এবং ওয়েগনার করেন ৮ বলে ৪ রান, মানে তিনি শুধু ১টি চারই মেরেছিলেন। এক্সট্রা ১৯ রান পেয়েছিল নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিচ ১০০ রান খরচায় একাই নেন ৫ উইকেট। ৩ উইকেট শিকার স্টুয়ার্ট ব্রডের।

দ্বিতীয় দিনেই টেস্টটা হাতের মুঠোয় চলে আসতে পারতো নিউজিল্যান্ডের। লিডসে প্রথম ইনিংসে ৩২৯ করা কিউইরা যে ৫৫ রানে তুলে নিয়েছিল ইংল্যান্ডের ৬ উইকেট।

জবাব দিতে নেমে স্বস্তিতে ছিলেন না ইংলিশরাও। দলীয়য় ৪ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন অ্যালেক্স লিস (৪)। ৪ ওভারে সংগ্রহ ছিল ১ উইকেটে ১৪ রান।

ট্রেন্ট বোল্ট-নেইল ওয়েগনারদের তোপে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের একজনও দুই অংক ছুঁতে পারেননি। এর মধ্যে বোল্টের বলে বোল্ড হন তিনজন-অ্যালেক্স লিস (৪), জ্যাক ক্রলি (৬) আর ওলি পোপ (৫)।

জো রুটও ৫ রানের বেশি করতে পারেননি। তার উইকেটটি নেন টিম সাউদি। এরপর এক ওভারে ওয়েগনার অধিনায়ক বেন স্টোকস (১৮) আর বেন ফোকসকে (০) তুলে নিলে ৫৫ রানে ৬ উইকেট হারায় ইংলিশরা।

টেস্ট ক্রিকেট মানেই কি দেখেশুনে খেলা, ম্যাড়ম্যাড়ে ব্যাটিং? সেই ধারণাই যেন পাল্টে দিচ্ছেন জনি বেয়ারস্টো। টেস্টটাকে নিয়মিতই টি-টোয়েন্টির কাতারে নামিয়ে আনছেন ইংল্যান্ডের এই ব্যাটার।

আগের টেস্টে ৯২ বলে ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন বেয়ারস্টো। এবার দলের চরম বিপদের মুহূর্তেও ভয়ংকর চেহারায় দেখা গেলো ডানহাতি এই ব্যাটারকে।

সেখানে দাঁড়িয়ে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকালেন জনি বেয়ারস্টো। সঙ্গী ছিলেন জেমি ওভারটন। সপ্তম উইকেটে ২০৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তারা।

বেয়ারস্টো ১২৬ বল খেলে করেছেন হার না মানা ১৩০ রান। ১০৩.১৭ স্ট্রাইকরেটের ইনিংসে ২১টি বাউন্ডারি হাঁকিয়েছেন মারকুটে এই ব্যাটার।

সঙ্গী জেমি ওভারটনও খুব পিছিয়ে নেই। ১০৬ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৯ রান নিয়ে তিনিও আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ইংল্যান্ড পিছিয়ে আছে ৬৫ রানে।

নিউজিল্যান্ডের পক্ষে এখনও পর্যন্ত ১৬ ওভারে ৭৩ রান দেন বোল্ট। ১৭ ওভারে ৭৮ রান দেন সাউদি। ৯ ওভারে ৫৩ রান দেন ওয়েগনার। ৪ ওভারে ৩৭ রান দেন ব্রেসওয়েল এবং ৩ ওভারে ১৬ রান দেন মিচেল।

আজ ৩য় দিনের খেলা শুরু হবে বিকেল ৪ টায়।


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৩২৯/১০ (১১৭.৩) 

ইংল্যান্ড (১ম ইনিংস) – ২৬৪/৬ (৪৯.০)



ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ইংল্যান্ড  বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, অ্যালেক্স লিস, জো রুট, অলি পোপ, জেমি ওভারটন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাটি পটস, জ্যাক লিচ
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), উইল ইয়ং, টম ল্যাথাম, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট
Exit mobile version