BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৩ জুন: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ১ম দিন)

ENG vs NZ banner

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (৩য় টেস্ট – ১ম দিন)

প্রথম দুই টেস্টে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। এবার সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট। নিউজিল্যান্ডের লজ্জা বাঁচানোর লড়াই। হোয়াইটওয়াশের লজ্জা।

সেই লজ্জা বাঁচানোর মিশনে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের দাপটে মনে হচ্ছিল উড়েই যাবে কিউইরা। যদিও ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেল মিলে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন এবং কিউইদের টেনে নিয়ে চলছেন। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান।

প্রথম দিনের শেষ বিকেলে ১০২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন কিউই মিডল অর্ডারের দুই ব্যাটার ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেল । অথচ এর আগে ১২৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড।

লিডসের হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

কিন্তু ব্যাটিংয়ে নেমে একদমই স্বস্তিতে ছিল না নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই তারা হারিয়েছে ওপেনার টম ল্যাথামকে (০)। ওভারের শেষ বলে তাকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ব্যাট করতে নেমে শুরুতেই টম ল্যাথামের উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা।

সেই বিপদ বাড়তে থাকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায়। দেখেশুনে খেলছিলেন উইলিয়ামসন আর উইল ইয়ং। ৬৭ বলে তাদের ৩৫ রানের জুটিটি ভেঙেছেন স্পিনার জ্যাক লিচ। ১৩তম ওভারে বল হাতে নিয়েই তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন ইয়ংকে। ২০ রান করে বিদায় নেন উইল ইয়ং।

১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। উইলিয়ামসন ১৬ আর ডেভন কনওয়ে ৪ রানে ছিলেন।

অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হন ৩১ রান করে। স্টুয়ার্ট ব্রডের বলে ক্যাচ উঠিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩১ রান করতে তিনি মোট ৬৪ টি বল খেলেছিলেন। তার সংগ্রহে ৫টি চার ও ছিল।

ডেভন কনওয়ে করেন ২৬ রান। জেমি ওভারটনের বলে বোল্ড আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। তিনি মোট ৬২টি বল খরচ করেছিলেন। তার সংগ্রহে ৫টি চার ও ছিল।

তারপর ৯৯ বল ফেস করে হেনরি নিকোলস আউট হয়ে যান মাত্র ১৯ রানে। জ্যাক লিচের বলে ক্যাচ উঠিয়ে মাঠ ছাড়েন তিনি। ক্যাচটি ধরেন অ্যালেক্স লিস। 

এরপর ১৫৯ বলে ৭৮ রান নিয়ে ড্যারিল মিচেল এবং ১০৮ বলে ৪৫ রান নিয়ে অপরাজিত হয়ে ব্যাট করছেন টম ব্লান্ডেল। মিচেল এখনও পর্যন্ত ৬টি চার ও দুইটি ৬ মেরেছেন। আর ব্লান্ডেল এখনও পর্যন্ত ৫টি চার মেরেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেলই যা কিউইদের হয়ে লড়াই করেছেন। আগের দুই টেস্টেই সেঞ্চুরি করেছেন ড্যারিল মিচেল। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৮ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯০ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৬২ রানে।

টম ব্লান্ডেল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৯৬ রান এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। আউট হয়েছিলেন ১০৬ রানে। এবারও ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেলই কিউইদের ব্যাটিংয়ের হাল ধরলেন। দেখার বিষয়, আজ কতদুর এগিয়ে নিয়ে যান তারা দুজন।

ইংলিশদের মধ্যে স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ নেন ২টি করে উইকেট এবং জেমি ওভারটন নেন ১টি উইকেট।


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ২২৫/৫ (৯০)



ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ইংল্যান্ড  বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), জ্যাক ক্রাওলি, অ্যালেক্স লিস, জো রুট, অলি পোপ, জেমি ওভারটন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাটি পটস, জ্যাক লিচ
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), উইল ইয়ং, টম ল্যাথাম, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট
Exit mobile version