Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২২ জুলাই: ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা (২য় ওডিআই)

ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা

ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা

ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা (২য় ওডিআই)- হাইলাইটস

শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ২য় টিতে মুখোমুখি হয়েছিল দক্ষিন আফ্রিকা এবং ইংল্যান্ড। ১ম ম্যাচে বড় ব্যবধানে দক্ষিন আফ্রিকার কাছে হারার পর এই ম্যাচে ইংল্যান্ড তাঁর পাল্টা জবাব ও দিয়ে দিয়েছে। ১০০ রানের আগেই অলআউট করে মাঠ থেকে বিদায় করে দেন প্রোটিয়াদের।

চেস্টার–লি–স্ট্রিটে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র তিনদিনের ব্যবধানে এমন আশ্চর্য পতন! ম্যানচেস্টারে কাল রাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একশ রানও করতে পারেনি কেশব মহারাজের দল।

বাঁচামরার ম্যাচে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ালো স্বাগতিকরা। শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়ে ১১৮ রানের বড় জয় পেয়েছে জস বাটলারের দল। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে ইংল্যান্ড।

টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় দক্ষিন আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে এসেছিল ২৯ ওভারে। প্রথমে ব্যাট করে ২৮.১ ওভারে ২০১ রানে অলআউট হয় ইংল্যান্ড। তারাও পড়েছিল প্রোটিয়া বোলারদের তোপে।

ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে ১২ ওভারের মধ্যে ৭২ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে জেসন রয় ৩ চারের সাহায্যে ১২ বলে ১৪ রান করেন। ১০ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন সল্ট। তিনি ও তিনটি চার মেরেছিলেন। ৩ বলে ১ রান করে আউট হয় রুট। ২৭ বলে ২৮ রান করে লক্ষ্য বাড়ানোর চেষ্টা করেছিলেন জনি বেয়ারস্টো। তিনটি চার ছিল তাঁর সংগ্রহে। ৯ বলে ৬ রান করেন মঈন আলী। এছাড়া ২৭ বলে ১৯ রান করেন অধিনায়ক জস বাটলার। 

লিয়াম লিভিংস্টোন আর লোয়ার অর্ডারের স্যাম কুরান দারুণ দুটি ইনিংস খেলেছেন। লিভিংস্টোন ২৬ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৩৮ রান। কুরান ১৮ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। নয় নম্বরে নামা ডেভিড উইলি ২১ বলে করেন ২১ রান। এছাড়া ১২ বলে ১২ রান করেন আদিল রশিদ এবং ৪ বলে ১ রান করে অপরাজিত থাকেন টপলে।

ডোয়াইন প্রিটোরিয়াস ৬ ওভারে ৩৬ রান খরচায় একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার এনরিচ নরকিয়া আর তাবারেজ শামসিরত। এছাড়া অধিনায়ক কেশব মহারাজ নেন ১টি উইকেট।

জবাবে মাত্র ৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে তিনজনই করেন শূন্য (জানেমান মালান, রসি ভ্যান ডাসেন আর এইডেন মার্করাম)। ১ চারের সাহায্যে ৯ বলে ৫ রান করেন কুইন্টন ডি কক। 

২৭ রানে তারা হারায় ৫ উইকেট। ডেভিড মিলার করেন ১৩ বলে ১২ রান। তিনি দুটি চার ও মেরেছিলেন। হেনরিক ক্লাসেন ৪০ বল খেলে ৩৩ রান না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো সফরকারীদের। তাঁর সংগ্রহে ছিল ২টি চার। 

২ বলে ১ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক কেশব মহারাজ। ২৫ বলে ১৭ রান করে ম্যাচ আগানর চেষ্টা করেছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৮ বল খেলে ১টি ও রান করতে পারেন নেই লুঙ্গি এনগিডি। এছাড়া ১২ বলে ছয় রান করেন অ্যানরিচ নর্টজে এবং ৫ বলে ৫ রান করে অপরাজিত থাকেন তাবরেজ শামসি।

শেষ পর্যন্ত ২০.৪ ওভারেই ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট মঈন আলি আর রিস টপলের। এছাড়া ডেভিড উইলি এবং স্যাম কুরান নেন ১টি করে উইকেট।


ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা এর স্কোরবোর্ড

ইংল্যান্ড২০১/১০ (২৮.১)

দক্ষিন আফ্রিকা – ৮৩/৫ (২০.৪)

ফলাফল – ইংল্যান্ড ১১৮ রানে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – স্যাম কুরান


ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা


ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচের একাদশ

ইংল্যান্ড  জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ফিলিপ সল্ট, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি, স্যাম কুরান, আদিল রশিদ, রিস টপলে
দক্ষিন আফ্রিকা কেশব মহারাজ (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডের ডুসেন, জ্যানিম্যান মালান, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...