BJ Sports – Cricket Prediction, Live Score

ইংল্যান্ডের বিপক্ষে হার, উইকেটের অজুহাত দিলেন দ্রাবিড়

Dravid blames wicket for the loss against England

টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে ভারত। ১০ উইকেটের জয়ে রোহিত শর্মাদের স্রেফ উড়িয়ে দিয়েছে জস বাটলারের দল। আর তাতে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে চলছে বিশ্লেষণ। ঠিক কি কারণে এমন ব্যর্থতা? এই প্রশ্নের উত্তর দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

সংবাদ সম্মেলনে হারের জন্য উইকেটকে দুষলেন দ্রাবিড়। তিনি বলেন, ” ছেলেরা বলেছে , খেলা যখন শুরু হয় তখন পিচ কিছুটা স্লো ছিল। ইংল্যান্ড দারুণ বোলিং করেছে। ওরা শুরুর দিকে দারুণ খেলেছে। ভালো জায়গায় বল করেছে। আমরা খোলস ছেড়ে বেরোতে পারিনি। ১৫ ওভার শেষে মনে হয়েছে, ১৫২০ রান কম হয়েছে আমাদের। তবে শেষ পাঁচ ওভার হার্দিক দারুণ খেলেছে।

দ্রাবিড় আরো বলেন, ” এই টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স খুব খারাপ হয়নি। একাধিক ক্রিকেটার তাদের দক্ষতা দেখিয়েছে। সবাই দেখেছে, ওরা কি করতে পারে। একটা দিন আমাদের খারাপ গেল। টিটোয়েন্টি ক্রিকেটে এরকম হয়। সেমিফাইনালে এই হার অবশ্যই খুব হতাশাজনক। আমরা পারফরম্যান্সের পর্যালোচনা করবো।

এবারের বিশ্বকাপে নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে, সেসব জায়গায় উন্নতি করতে হবে বলেও জানান দ্রাবিড়। উল্লেখ্য, এর আগের টিটোয়েন্টি বিশ্বকাপেও চরম ভরাডুবি হয় ভারতের। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হার সহ ভারত বিদায় নেয় প্রথম রাউন্ড থেকেই। সেই বিশ্বকাপে ভরাডুবির পর অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। একইসাথে প্রধান কোচ রবি শাস্ত্রীও চাকরী ছাড়েন।রোহিতের ভাগ্যে কি আছে তা হয়ত সময়েই বলবে।

Exit mobile version