BJ Sports – Cricket Prediction, Live Score

ইংল্যান্ডের টেস্ট দলে ফিরতে যাচ্ছেন রশিদ-মঈনরা

Both of them will be seen in the English Test team.

Both of them will be seen in the English Test team.

সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ বাড়াতে টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন মঈন আলী। আরেক তারকা স্পিনার আদিল রশিদও প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলছেন না ১০১৯ সাল থেকে। যদিও এই দুজনকেই দেখা যেতে পারে ইংলিশ টেস্ট দলে। এমনটাই চাইছেন ইংল্যান্ড টেস্ট দলের নবনিযুক্ত প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

রশিদ সরে যাওয়ার পর ইংলিশ টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে যান স্পিনার জ্যাক লিচ। তবে এখন রশিদ এবং মঈনের দিকে নজর দিয়েছেন ম্যাককালাম। এমনকি সীমিত ওভারের ক্রিকেটের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকেও সাদা পোশাকে খেলাতে চান কোচ। তবে এ ব্যাপারে এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়।

সম্প্রতি ডেইলি মেইলকে ম্যাককালাম বলেছেন, ‘এই ব্যাপারে আমরা ভেবে দেখব। আমি নিশ্চিত, মঈন ফিরতে চায় এবং ফেরার জন্য সে পুরোপুরি প্রস্তুত। ব্যাপারটা চ্যালেঞ্জিং হবে। সন্দেহ নেই। যদিও আমি নিশ্চিত নই, রশিদের মতো কেউ পুরো বছর ধরে সবগুলো ম্যাচ খেলবে কি না।’

ইংলিশ টেস্ট দলে ফিরতে পারেন জস বাটলারও। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, ইতোমধ্যেই মঈনের সঙ্গে কথা হয়েছে প্রধান কোচের। ইংল্যান্ডের হয়ে লাল বলে খেলতে রাজিও হয়েছেন মঈন। সবকিছু ঠিক থাকলে হয়তো খুব শীঘ্রই দলে দেখা যেতে পারে তাকে।

ম্যাককালাম আরো বলেছেন, ‘তবে তাদের ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে, তারা যদি আমাদের সেরা ক্রিকেটার হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলে দেখতে সমস্যা কি। লিভিংস্টোন, মঈন, রশিদদের সবাই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। অন্যান্য ফরম্যাটে তারা যথেষ্ট সফল। আপনি এমনটা ভাবতেই পারেন যে, তাদের সাফল্য এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়ে আসবে।’

Exit mobile version