BJ Sports – Cricket Prediction, Live Score

আসন্ন আইপিএল নিলামে নাম উঠবে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের

গতকাল (মঙ্গলবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ এর মেগা নিলামে অংশগ্রহণকৃত খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে আছে বাংলাদেশের পাঁচ জন ক্রিকেটারের নাম। তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। 

শুরুতে ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে মোট ১,২১৪ জন ক্রিকেটার নাম নিলামে উঠেছিল। কিন্তু পরে ১০টি দলের আগ্রহের ভিত্তিতে সে তালিকা এখন ৫৯০ জনে নেমে এসেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধের ভিত্তিতে নতুন করে ৪৪ জন খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাকিব ও মোস্তাফিজ—আইপিএলের পূর্বাভিজ্ঞতা থাকা এ দুজন আছেন নিলামের সবচেয়ে উপরের ক্যাটাগরিতে। সর্বশেষ সিজনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। এর আগে এই অলরাউন্ডার সানরাইজার্স হায়দরাবাদেও খেলেছেন।  

আর মোস্তাফিজ সর্বশেষ সিজনে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছেন এই বাঁহাতি পেসার। এ দুজনেরই ভিত্তিমূল্য ২ কোটি রুপি। সব মিলিয়ে ৪৮ ক্রিকেটার আছেন সবচেয়ে উপরের এ ক্যাটাগরিতে। দ্বিতীয় সর্বোচ্চ ১.৫ কোটি রুপির শ্রেণিতে আছেন ২০ জন। আর ১ কোটি রুপির শ্রেণিতে আছেন ৩৪ জন।

এছাড়া বাকি তিনজন বাংলাদেশি ক্রিকেটার (লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম) আছেন ভিত্তিমূল্য ৫০ লাখ রুপির শ্রেণিতে। এর মধ্যে লিটনকে রাখা হয়েছে ২১ নাম্বার সেটে, তাসকিনকে রাখা হয়েছে ৩১ নাম্বার এবং শরিফুলেকে রাখা হয়েছে ৩৯ নাম্বার সেটে।

এবার আইপিএলে নতুন করে যুক্ত হয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজি—লক্ষ্ণৌ সুপারজায়ান্ট ও টিম আহমেদাবাদ। সব মিলিয়ে ১০টি দলের বিদেশি ক্রিকেটারের জন্য জায়গা ফাঁকা আছে ৭০টি। ভারতের বাইরে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ৪৭ ক্রিকেটারের নাম আছে নিলামের তালিকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন আছেন ওয়েস্ট ইন্ডিজের, দক্ষিণ আফ্রিকার আছেন ৩৩ জন। এছাড়া শ্রীলঙ্কার ২৩ জন, আফগানিস্তানের ১৭ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নামিবিয়ার ৩ জন এবং স্কটল্যান্ড থেকে ২ জন রয়েছেন। জিম্বাবুয়ে, নেপাল ও যুক্তরাষ্ট্র থেকে একজন করে আছেন।

এই ‘মেগা অকশন আগামী ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে’। 

Exit mobile version