BJ Sports – Cricket Prediction, Live Score

আর টেস্ট খেলতে পারবে না বাংলাদেশ !!! 

India's former head coach Ravi Shastri made such a surprising proposal.

Bangladesh will not be able to play Tests any more!!!

কি? রীতিমত চমকে উঠছেন? হ্যা এরকম চমকে ওঠার মতই প্রস্তাব দিয়েছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। তার মতে টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটারদের পরীক্ষা। এখানে তাদের থাকা উচিৎ যারা এর উপযুক্ত। 

শাস্ত্রীর মতে যারা টেস্ট ক্রিকেট এর জৌলুশ ধরে রাখতে ব্যর্থ তাদের ছেটে ফেলে ছোট করে আনা উচিৎ টেস্ট খেলা দলের তালিকা। এমনই প্রস্তাব দিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শাস্ত্রী।

শাস্ত্রীর মতে র‍্যাংকিংয়ে ১ম থেকে দলই কেবল টেস্ট ক্রিকেট খেলবে। এতে করে নাকি টেস্ট ক্রিকেট বানিজ্যিক ভাবে লাভবান হবে এবং বড় দল ছোট দল গুলোর সাথে খেলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে না। সেই সাথে কোন দল কোন দলের সাথে খেলল কি খেলল না, তা নিয়ে সমালোচনা থাকবে না।

তবে কারা এতে থাকবে আর কারা বাদ পরবে এটা খোলাসা করে বলেননি শাস্ত্রী। তিনি র‍্যাংকিংয়ের এর কথা উল্যেখ করে বলেন যারা শীর্ষ / থাকবে কেবল তারাই থাকবে এতে৷ সেটা ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইংল্যান্ড যে দলই হোক। এতে করে টেস্ট ক্রিকেট ফিরে পাবে তার হারানো জৌলুশ। শাস্ত্রীর মতে অহেতুক ১০/১২ দলের টেস্ট র‍্যাংকিং থেকে সল্প দৈর্ঘ্যর র‍্যাংকিং আরো বেশি কার্যকর হবে।

আর যদি এমনটা হয় তবে অচিরেই টেস্ট খেলার মর্যাদা হারাবে বাংলাদেশ। বাদ পরবে মুরালিধরন, জয়সুরিয়ার দেশ শ্রীলঙ্কা এমনকি ব্রায়ান লারার দেশ ওয়েস্ট ইন্ডিজ ও।

যদিও প্রস্তাবে কোন সাড়া দেয় নি আইসিসি। তবুও এমনটা হলে অচিরেই টেস্ট খেলার মর্যাদা হারাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এমনকি এক সময় ক্রিকেট বিশ্ব শাসন করা ওয়েস্ট ইন্ডিজও।

Exit mobile version