BJ Sports – Cricket Prediction, Live Score

আরব আমিরাত সফরে দলকে নেতৃত্ব দেবে সোহান, নেই সাকিব

Sohan to lead the team in the UAE tour, Shakib unavailable

আরব আমিরাত সফরে দলকে নেতৃত্ব দেবে সোহান, নেই সাকিব

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠছে এবারের বিশ্বকাপ আসরের। ইতোমধ্যেই বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে সবগুলো দল। এরেই প্রস্তুতি হিসেবে বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সিরিজ খেলতে বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে টাইগার বাহিনী। তবে দলে নেই সাকিব আল হাসান। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সাকিব বর্তমান ওয়েস্ট ইন্ডিজে আছেন। তাই সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবে দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।  দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। 

মরুর দেশে লাল সবুজের দল প্রথম ম্যাচ খেলবে ২৫ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর খেলবে দ্বিতীয় ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ দল।

এশিয়া কাপের ভরাডুবির পর বাংলাদেশ দলকে ঢেলে সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। দলে এসেছে অনেক রদ বদল। ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসার আভাস পাওয়া গেছে। টি টোয়েন্টির ব্যর্থতা ঘুচিয়ে এবার সাফল্যের খোজে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেভাবেই নিচ্ছে প্রস্তুতি। 

দুবাই পর্ব শেষে এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেখানে নিউজিল্যান্ড, এবং পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে টিম বাংলাদেশ। সেখানে দলের সাথে যোগ দিবেন টাইগার অধিনায়ক সাকিব।  

উল্লেখ্য, চোটের কারণে সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি নুরুল হাসান সোহান। তবে চোট কাটিয়ে উঠেছেন সোহান। তাই বিশ্বকাপের স্কোয়াডেও ফিরেছেন তিনি।

Exit mobile version