BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১১ মে: আইপিএল ২০২২ – ম্যাচ ৫৮ (আরআর বনাম ডিসি)

IPL 2022 Highlights আরআর বনাম ডিসি ft

IPL 2022 Highlights আরআর বনাম ডিসি

আরআর বনাম ডিসি এর ম্যাচ হাইলাইটস

বুধবার আইপিএল ২০২২ এর ৫৮তম ম্যাচে নাবি মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে মিচেল মার্শের অল-রাউন্ডার নৈপুণ্যে রাজস্থান রয়্যালসের (আরআর) বিপক্ষে ১১ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে প্লে-অফের আশা এখনও বাঁচিয়ে রাখলো ডিসি।

টসে জিতে ডিসি’র অধিনায়ক ঋষভ পন্ত ফিল্ডিং করার সিধান্ত নেন এবং আরআর’কে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে ব্যাট করতে নেমে শুরুতেই জস বাটলারকে ১১ বলে ৭ রান) হারিয়ে বসে আরআর। যশস্বী জয়সওয়ালও ঠিক টি-টোয়েন্টির মতো খেলতে পারেননি (১৯ বলে ১৯ রান)।

তবে ব্যাটার হিসেবে বেশ সাফল্য পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। খেলছেন টপ অর্ডারে। ম্যানেজম্যান্টের এই ভরসার প্রতিদানও দিচ্ছেন বর্ষীয়ান এই তারকা। তবে তিন নম্বরে নেমে দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়, ৩৮ বলে ৫০ রানের এক ইনিংস বেরিয়ে আসে তার উইলো থেকে। অশ্বিনই দলীয় স্কোর একশ পার করে দেন।

কিন্তু অধিনায়ক সঞ্জু স্যামসন (৬) আর রিয়ান পরাগ (৯) সুবিধা করতে পারেননি। একটা প্রান্ত ধরে চালিয়ে খেলে যাচ্ছিলেন দেবদূত পাড়িক্কাল। অসাধারণ এই ব্যাটার হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে সাজঘরে ফিরেন।

১৯তম ওভারে আনরিখ নর্কিয়াকে মারতে গিয়ে ডিপ পয়েন্টে বদলি ফিল্ডার নাগরকতির দারুণ এক ক্যাচে প্যাভিলিয়নে ফিরেন দেবদূত। ৬ চার ও ২ ছক্কায়, ৩০ বলে ৪৮ রানের এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে আরআর। ডিসি’র হয়ে বাঁহাতি পেসার চেতন সাকারিয়া ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া মিচেল মার্শ এবং আনরিখ নর্কিয়াও ২টি করে উইকেট তুলে নেন।

১৬১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ডিসি’র ব্যাটাররা। শূন্য রানেই সাজঘরে ফিরেন ওপেনার শ্রীকর ভরত। কিন্তু ২য় উইকেটে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের অনবদ্য জুটিতে ম্যাচে ফিরে ডিসি। তারা দুজন মিলে ১০১ বলে অবিচ্ছিন্ন ১৪৪ রানের জুটি গড়ে তোলেন।

তাদের এই জুটির সুবাদেই ম্যাচ থেকে ছিটকে পড়ে আরআর। ৫ চার ও ৭ ছক্কায়, ৬২ বলে ৮৯ রানের এক ম্যাচজয়ী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন মার্শ। তাঁর বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক ঋষভ পন্ত। শেষ পর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়ে ১৮.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিসি।

তুলনামূলক ধীরস্থির ইনিংসে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন ওয়ার্নার। ডিসি’র হয়ে এই ওপেনার ৫ চার ও ১ ছক্কায়, ৪১ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। উইকেটের অপরপ্রান্তে ৪ বলে ১৩ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন পন্ত। আরআর এর হয়ে ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট তুলে নেন।

১২ ম্যাচে ছয় জয় ও ছয় হারে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে, ১২ ম্যাচে ৭ জয় ও ৫ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস এখন স্ট্যান্ডিংয়ের ৩য় স্থানে অবস্থান করছে।


আরআর বনাম ডিসি এর স্কোরবোর্ড

রাজস্থান রয়্যালস – ১৬০/৬ (২০.০)

দিল্লি ক্যাপিটালস১৬১/২ (১৮.১)

ফলাফল – দিল্লি ক্যাপিটালস ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মিচেল মার্শ



আরআর বনাম ডিসি এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ দেবদূত পাড়িক্কাল আরআর
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ মিচেল মার্শ ডিসি
লেট’স ক্র্যাক ইট সিক্স মিচেল মার্শ ডিসি
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ আনরিখ নর্কিয়া ডিসি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ মিচেল মার্শ ডিসি
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ চেতন সাকারিয়া ডিসি
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ দেবদূত পাড়িক্কাল আরআর
ম্যান অফ দ্য ম্যাচ মিচেল মার্শ ডিসি
Exit mobile version