BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৬ জুন: আয়ারল্যান্ড বনাম ভারত (১ম টি২০)

IRE vs IND banner

আয়ারল্যান্ড বনাম ভারত

আয়ারল্যান্ড বনাম ভারত (প্রথম টি২০)

ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের উড়িয়ে দিয়েই সফরটা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। ডাবলিনের মালাহিডে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ইনিংসপ্রতি ১২ ওভারে।

টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া মালাহাইডে বল করার সিদ্ধান্ত নিয়েছে এবং আইরিশদের পাঠায় ব্যাট করতে।

ব্যাট করতে নেমে ১২ ওভারের ম্যাচে চার ওভারের মধ্যে মাত্র ২২ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। প্রথমে অধিনায়ক বালবির্নি প্রথম ওভারের পঞ্চম বলেই ভুবনেশ্বর কুমারের হাতে বোল্ড আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। তিনি দুই বল খেলে একটি গোল্ডেন ডাক উপহার হিসেবে পান।

এরপর পল স্টার্লিং ৫ বল খেলে একটি চারের সহযোগিতায় মাত্র চার রান করেন। তিনি পান্ডিয়ার বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। 

তারপর ডেলানি ৪র্থ ওভারের শেষ বলে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ৯ বলে ৮ রান করেছিলেন এবং একটি চার ও মেরেছিলেন।

এরপর উইকেটরক্ষক লরকান টাকার ১৬ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন। তার সংগ্রহে ২টি ৬ ও রয়েছে। তিনি চাহালের বলে ক্যাচ আউট হন।

সেখান থেকে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন হ্যারি ট্যাক্টর। অপরাজিত ইনিংসে ছয় চার ও তিন ছয়ের মারে মাত্র ৩৩ বলে ৬৪ রান করেন ২২ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার। এছাড়া জর্জ ডকরেল ৭ বলে ৪ রান করেন। ১০ রান এক্সট্রা সহ ৪ উইকেট হারিয়ে ১০৮ রানের পুজি করেন আইরিশরা।

ভারতের পক্ষে বল হাতে তিন ওভারে মাত্র ১১ রান খরচায় ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ডানহাতি লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল । এছাড়া হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, আভেশ খান পান একটি করে উইকেট। 

যেখানে আগে ব্যাট করা আয়ারল্যান্ড পায় ১০৮ রানের সংগ্রহ। জবাবে দুই ওপেনার ইশান কিশান ও দীপক হুদার ঝড় তোলা ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই অবশ্য সাজঘরে ফিরে যান ইশান। ৩য় ওভারে ক্রেইগ ইয়ংয়ের বলে বোল্ড আউট হন তিনি। তবে আউট হওয়ার আগে মাত্র ১১ বলে তিন চার ও দুই ছয়ের মারে খেলেন ২৬ রানের ঝড়ো ইনিংস। ক্রেইগ ইয়ংয়ের ঠিক পরের বলে এলবিডব্লিউর ফাদে পড়ে শূন্য রানে আউট হয়ে যান সুর্যকুমার যাদব।

তৃতীয় উইকেটে মাত্র ৩১ বলে ৬৪ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হার্দিক ও দীপক। আউট হওয়ার আগে ১২ বলে ২৪ রান করে যান হার্দিক। তিনি জোশুয়া লিটলের বলে এলবিডব্লিউর ফাদে পড়ে আউট হন। তিনি ৩টি ছয় ও একটি চার মারেন।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৯ বলে ছয় চার ও দুই ছয়ে ৪৭ রানের ইনিংস খেলেন দীপক। এছাড়া দীনেশ কার্তিক ৪ বলে ৫ রান করেন।

আয়ারল্যান্ডের পক্ষে জোশুয়া লিটল পান ১ টি উইকেট এবং ১৮ রান ব্যয় করে ক্রেইগ ইয়ং পান দুইতি উইকেট। 

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ২৮ জুন, মঙ্গলবার, দ্য ভিলেজ, ডাবলিনে।


আয়ারল্যান্ড বনাম ভারত এর স্কোরবোর্ড

আয়ারল্যান্ড – ১০৮/৪ (১২)

ভারত১১১/৩ (৯.২) 

ফলাফল – ভারত ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – যুজবেন্দ্র চাহাল



আয়ারল্যান্ড বনাম ভারত ম্যাচের একাদশ

আয়ারল্যান্ড অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটল, ক্রেইগ ইয়ং, কনর ওলফার্ট
ভারত হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইশান কিষাণ, রুতুরাজ গায়কওয়াড়, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান, উমরান মালিক
Exit mobile version