Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৮ জুন: আয়ারল্যান্ড বনাম ভারত (২য় টি২০)

Bangladesh's defeat in the St. Lucia Test was almost certain.

আয়ারল্যান্ড বনাম ভারত

আয়ারল্যান্ড বনাম ভারত (২য় টি২০)

বড় বাঁচা বেচেছে ভারত। অল্পের জন্য খলনায়ক হতে হয়নি উমরান মালিককেও। মঙ্গলবার ডাবলিনে অঘটন প্রায় ঘটিয়েই ফেলেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশরা শেষ বল পর্যন্ত লড়ে হেরেছে তারা। তাতে দুই ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতল ভারত।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের কঠিন পরীক্ষাই নিলো স্বাগতিক আয়ারল্যান্ড। নিজেদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ২২৫ রান করেও হারের শঙ্কা জেঁকে বসেছিল ভারতের ওপর। শেষ পর্যন্ত মাত্র ৪ রানে জিতে আইরিশদের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার দল।

ডাবলিনের মালাহিডে দিপক হুদার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে কম যায়নি আইরিশরাও। সম্মিলিত মারকুটে ব্যাটিংয়ে জয়ের আশা জাগালেও, ৫ উইকেট ২২১ রানে থামতে হয় তাদের।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর আইরিশদের পাঠায় বোলিং করতে।

৩য় ওভারের প্রথম বলেই আউট হন উইকেটরক্ষক ইশান কিশান। ৫ বলে ৩ রান করেন তিনি। মার্কের বলে ক্যাচ আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। 

ভারতকে ২২৫ রানে পৌঁছে দেওয়ার মূল কৃতিত্ব দীপক হুদার। প্রথম ম্যাচে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতানোর পর এবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন হুদা। তিন নম্বরে নেমে সাত চার ও ছয় ছয়ের মারে করেছেন ৫৭ বলে ১০৪ রান।

হুদার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৬ রান যোগ করেছেন সানজু স্যামসন। যা কি না টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এই রেকর্ড গড়ার পথে মাত্র ৪২ বলে নয় চার ও চার ছয়ের মারে ৭৭ রান করেন স্যামসন।

এরপর মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড আউট হন স্যামসন। স্যামসন-হুদার ঝড়ের পর সুর্যকুমার যাদব ৫ বলে ১৫ করেন এবং জোশুয়া লিটলের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর দীপক হুদা তিন বলে পরেই আবারও জোশুয়া লিটলের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন।

এছাড়া দিনেশ কার্তিক, হার্শাল প্যাটেল ও অক্ষর প্যাটেল প্রত্যেকে গোল্ডেন ডাক মেরে ড্রেসিং রুমে ফিরে যান। হার্দিক পান্ডিয়া ৯ বলে ১৩ রান করেন। ভুবনেশ্বর কুমার করেন ১ রান।

আয়ারল্যান্ডের পক্ষে মার্ক অ্যাডায়ার নেন ৩ উইকেট। জশ লিটল ও ক্রেইগ ইয়ংয়ের শিকার ২টি করে উইকেট।

ম্যাচটি জিততে হলে ইতিহাসই গড়তে হতো আয়ারল্যান্ডকে। কেননা টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সর্বোচ্চ সংগ্রহ-ই ২২৫ রান। সেটিই টপকে গড়তে হতো নতুন রেকর্ড। সেই মিশনে পাওয়ার প্লে’তেই ৭৩ রান তুলে ফেলেন দুই ওপেনার পল স্টারলিং ও অ্যান্ডি ব্যালবার্নি।

পাওয়ার প্লে’র শেষ ওভারে আউট হওয়ার আগে মাত্র ১৮ বলে পাঁচ চার ও তিন ছয়ের মারে ৪০ রানের ইনিংস খেলেন স্টারলিং। হতাশ করেন গ্যারেথ ডিলানি। তিনি আউট হন চার বলে শূন্য রান নিয়ে। তৃতীয় উইকেটে ৪ ওভারে ৪৪ রান যোগ করেন ব্যালবার্নি ও হ্যারি ট্যাক্টর।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটিতে ৩৭ বলে ৬০ রান করে আউট হন ব্যালবার্নি। ট্যাক্টরের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯ রান। শেষ দিকে জর্জ ডকরেল ১৬ বলে ৩৪ ও মার্ক অ্যাডায়ার ১২ বলে ২৩ রান করে ভারতের খেলোয়াড়দের মনে কাঁপন ধরান। কিন্তু জেতাতে পারেননি।

ভারতের পক্ষে খরুচে বোলিং করেছেন প্রায় সবাই। সবচেয়ে মিতব্যয়ী বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল দুই ওভারে দিয়েছেন ১২ রান। আগের ম্যাচে অভিষেকে এক ওভারে ১৪ রান দেওয়া উমরান মালিক এবার চার ওভারে ৪২ রান খরচায় নিয়েছেন এক উইকেট।


আয়ারল্যান্ড বনাম ভারত এর স্কোরবোর্ড

আয়ারল্যান্ড – ২২১/৫ (২০)

ভারত২২৫/৭ (২০) 

ফলাফল – ভারত ৪ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – দীপক হুডা


আয়ারল্যান্ড বনাম ভারত


আয়ারল্যান্ড বনাম ভারত ম্যাচের একাদশ

আয়ারল্যান্ড অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটল, ক্রেগ ইয়ং, কনর ওলফার্ট
ভারত হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), দীপক হুডা, সঞ্জু স্যামসন, দিনেশ কার্তিক, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোয়, হার্ষাল প্যাটেল, উমরান মালিক

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...