BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৮ জুলাই: আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১ম টি২০)

Daryl Mitchell and Dan Cleaver both got caught out for 5 runs and left the field.

আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড

আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১ম টি২০) – হাইলাইটস

সোমবার সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব, বেলফাস্টে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কম রানের লক্ষ্য দিলেও তা পাড় করতে পারে নেই আইরিশরা।

সহজ জয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রায় আট মাস পর কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ৩১ রানে জিতেছে কিউইরা। এই ফরম্যাটে টানা চার পরাজয়ের পর জয় পেলো তারা।

আয়ারল্যান্ডের বেলফাস্টে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৩ রান করেছিল নিউজিল্যান্ড। প্রথমেই জোশুয়া লিটলের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। তিনি ৭ বল খেলে মাত্র ১ রান করেছিলেন। এরপর ১২ বলে ২৪ রান করে ফেরেন ওপেনার মার্টিন গাপটিল। তিনি ক্যাচ আউট হন মার্ক অ্যাডায়ারের বলে।

তারপর ড্যারিল মিচেল এবং ডেন ক্লিভার দুইজনই ৫ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। ১৬ বলে ২৯ রান করেন জেমস নিশাম। তার ২৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ১ ছয় দিয়ে। এরপর মাঠ ছাড়েন মাইকেল ব্রেসওয়েল। তিনি করেন ১৩ বলে ২১ রান। ১টি চার ও ১টি ছয় মারেন তিনি। এছাড়া অধিনায়ক স্যান্টনার করেন ২ বলে ২ রান এবং ইশ সোধি করেন ২ বলে ১ রান।

তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে গ্লেন ফিলিপসের হাতে। চার নম্বরে নেমে অপরাজিত ইনিংসে ৫২ বলে ৬৯ রান করেছেন ফিলিপস। যেখানে ছিল সাত চারের সঙ্গে একটি ছয়ের মার। তার ব্যাটিং-এর উপর নির্ভর করে ১৭৩ রান পর্যন্ত পৌছাতে পেরেছিল নিউজিল্যান্ড। যেখানে এক্সট্রা ১৬ রান ছিল।

আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জশ লিটল। আরেক পেসার মার্ক অ্যাডায়ার ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪৯ রান খরচ করে ফেলেন। জর্জ ডকরেল ও কার্টিস ক্যামফার নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে আইরিশ ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। লকি ফার্গুসনের আগুনঝরা বোলিংয়ে ১৮.২ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

তাড়া করতে নেমে আয়ারল্যান্ড পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে। কিন্তু নিউজিল্যান্ডের ফিলিপসের মতো আয়ারল্যান্ডের হয়ে ইনিংসের হাল ধরতে পারেননি কেউই। অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি করেন ৭ বলে ১২ রান। দুইটি চার মেরেছিলেন তিনি। গ্যারেথ ডেলানি করেন তিন বলে ৫ রান। পল স্টার্লিং করেন ১৬ বলে ১৩ রান। হ্যারি টেক্টর করেন ৭ বলে ৫ রান।

১১ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন লরকান টাকার। জর্জ ডকরেল করেন ৭ বলে ১৫ রান। ২১ বলে ২৯ রান করে খানিকটা চেষ্টা করেছিলেন কার্টিস ক্যাম্ফার।

জয়ের জন্য শেষ ৪ ওভারে দরকার ৪৪ রান। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। শেষ দিকে মোটামুটি ভালো মানের ব্যাটসম্যান আছে, এমন দল হলেও অন্তত জয়ের পিছু ছুটত। কিন্তু আয়ারল্যান্ড তা পারেনি। হাতে ছিল ৩ উইকেট। উইকেটে দুই পেসার ব্যারি ম্যাকার্থি ও মার্ক অ্যাডায়ার । ১৭তম ওভারে এ দুজনও আউট। ব্যারি ম্যাকার্থি  করেন বলে ৭ রান এবং ২৫ রান করেন অ্যাডায়ার। এরপর আর ম্যাচের কিছু থাকে!

ম্যাচে যেটুকু বাকি ছিল সেটি নিউজিল্যান্ডের জয়ের অপেক্ষা। আয়ারল্যান্ডের শেষ দুই ব্যাটসম্যান মিলে ১৮ বলে ৪১ রানের সমীকরণ আর মেলাতে পারেননি।

গতির ঝড় তুলে ৩.২ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন লকি। লকির চার উইকেট ছাড়াও দুইটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার ও জিমি নিশাম। জ্যাকব ডাফি এবং ইশ সোধি নিয়েছেন ১টি করে উইকেট।


আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

আয়ারল্যান্ড১৪২/১০ (১৮.২)

নিউজিল্যান্ড১৭৩/৮ (২০)

ফলাফল – নিউজিল্যান্ড ৩১ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – গ্লেন ফিলিপস



আয়ারল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

আয়ারল্যান্ড অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, ক্রেইগ ইয়াং, জোশুয়া লিটল, ব্যারি ম্যাকার্থি
নিউজিল্যান্ড মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেন ক্লিভার (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, জেমস নিশাম, লকি ফার্গুসন, ইশ সোধি, জ্যাকব ডাফি
Exit mobile version