BJ Sports – Cricket Prediction, Live Score

আমি আবার উড়ব, কারো সহানুভূতি চাই না : মুনিম শাহরিয়ার

দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি টুর্ণামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত পারফর্ম করেই সবার নজরে আসেন হার্ডহিটার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। ফরচুন বরিশালের জার্সিতে যে ম্যাচগুলোতে সুযোগ পেয়েছেন সবগুলোতেই দেখিয়েছেন নিজের পেশির জোর। নন স্ট্রাইকে ইউনিভার্স বস ক্রিস গেইলের মতো ক্রিকেটারকে দাঁড় করিয়ে রেখে তার মতোই জায়গায় দাঁড়িয়ে বড় বড় ছক্কা হাঁকিয়েছেন মুনিম। বিপিএলে মাত্র ছয় ইনিংস খেলার সুযোগ পেলেও, ১৫২ স্ট্রাইক রেটে ১৭৮ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ময়মনসিংহের এ তরুণ।

ওপেনিং ব্যাটসম্যান নিয়ে ধুঁকতে থাকা জাতীয় দলের ভরসার নাম হয়ে উঠবেন মুনিম, এমনটাই প্রত্যাশা করছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। বিপিএলের পূর্বে সীমিত ওভারের ঢাকা প্রিমিয়ার লিগেও নিজেকে প্রমাণ করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরই ফলশ্রুতিতে চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে ডাক পড়ে তার। সেই সিরিজে দুই ম্যাচ খেলে রান সংগ্রহ করেন মাত্র ২১। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের দলেও ছিলেন তিনি। এই দুই সিরিজে তিন ম্যাচ খেলে রানের সংখ্যা দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেন নি মুনিম। সব মিলিয়ে পাঁচ ম্যাচে ৭২ স্ট্রাইক রেটে এই ওপেনিং ব্যাটসম্যানের রানের সংখ্যা মাত্র ৩৪।

বাজে পারফরম্যান্সের কারণে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন মুনিম। পড়তে হয়েছে তুমুল সমালোচনার মুখেও। তবে এসব ঘটনায় মোটেও বিচলিত নন এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের পেজে জানান দিয়েছেন ঘুরে দাঁড়ানোর। জানিয়েছেন সৃষ্টিকর্তা প্রতি আনুগত্য রেখে এগিয়ে যেতে চান তিনি, এই যাত্রায় চান না কারো সহানুভূতি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুনিম লিখেছেন, ‘আমি কারও সহানুভূতি চাই না। তবে আমি আবারও উড়ব। হয়তো আজকে অথবা কালকে অথবা কালকের পরদিন কিংবা তার পরেরদিন। শুধুমাত্র আমি ও আমার আল্লাহ্ জানে আমি কোথায় ছিলাম। আর কেউ আমার কথা জানুক বা না জানুক সেটা কোনো বিষয় না। তবে আমি আশা করি একদিন সবাই দেখবে যে আমি পারি। ইনশাআল্লাহ্ শিগগির আমি নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াব।’

Exit mobile version