BJ Sports – Cricket Prediction, Live Score

আবারো ভুল আম্পায়ারিংয়ের শিকার সাকিবরা

আবারো ভুল আম্পায়ারিংয়ের শিকার সাকিবরা

রবিবার অ্যাডিলেডে সেমিফাইনাল ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করা বাংলাদেশ শুরুটাও বেশ ভালো করে। তবে ইনিংসের মাঝপথেই বড় ধাক্কা খায় টাইগাররা। ১১ তম ওভারে সাদাব খানের বলে পরপর সৌম্য সরকার এবং সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে টিম বাংলাদেশ।

তবে বিতর্কের সৃষ্টি হয়েছে সাকিবের আউট নিয়ে। সাদাবের বলে অন সাইডে খেলার চেষ্টা করেন সাকিব। তবে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ না হলে, বল গিয়ে লাগে ব্যাটসম্যানের পায়ে। এসময় পাকিস্তানের ক্রিকেটারদের জোরালো আবেদনে আউট দেন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার অ্যান্ড্রিয়ান হোল্ডস্টক।

তখন অবশ্য বাংলাদেশ অধিনায়ককে দেখা যায় বেশ আত্মবিশ্বাসী রুপে। সাকিবের বিশ্বাস, পায়ে লাগার আগে বল লেগেছে ব্যাটে। যে কারণে তাৎক্ষনিকভাবে রিভিউ নেন সাকিব। কিন্তু তাতেও আর বাঁচা গেলো কই! নিয়ম অনুযায়ী আল্ট্রা অ্যাজে চেক করেন থার্ড আম্পায়ার ল্যাংটন রুজেরে। এই জিম্বাবুইয়ান আম্পায়ার সাকিবকে আউটের সিদ্ধান্ত দেন।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ছেই। আল্ট্রা অ্যাজে স্পষ্ট দেখা যায়, সাকিবের পায়ে লাগার আগে ব্যাটে স্পর্শ করে বল। তবে যে জায়গাটায় আম্পায়ারের সন্দেহ, তা হলো আল্ট্রা অ্যাজে স্পাইকের সময় ব্যাট মাটিতে লেগেছে কি না। কিন্তু ক্যামেরার অন্য একটি অ্যাঙ্গেল থেকে স্পষ্ট দেখা যায়, ব্যাট এবং মাটির মধ্যে দূরত্ব। যে কারণে হতাশা আর গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিবকে।

ইতোমধ্যেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় এখন সাকিবের আউট। এর আগে বাংলাদেশভারত ম্যাচেও বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছেন বলে দাবী করে বাংলাদেশ টিমের অনেকে। পাকিস্তানের বিপক্ষে সাকিবের বিতর্কিত আউটের পর তাই বাংলাদেশ শিবিরে হতাশা বাড়ছেই। আম্পায়ারদের সিদ্ধান্ত সব সময় বাংলাদেশের বিপক্ষে যায় কেন এমন প্রশ্নও তুলেছেন ক্রিকেট বিশ্লেষকদের অনেকে।

Exit mobile version