BJ Sports – Cricket Prediction, Live Score

আবারো ব্যর্থতার বৃত্তে বন্দি সৌম্য – সাব্বির 

Soumya Sarkar & Sabbir Rahman

সৌম্য সরকার, সাব্বির রহমান

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষনা করার আগে সৌম্য – সাব্বিরকে নিয়ে উঠেছিল হাইপটা। তরুন ক্রিকেটারদের ব্যর্থতায় অনেকেই ধারনা করেছিলেন এশিয়া  কাপের দলে থাকবেন সৌম্য, সাব্বির। শেষ পর্যন্ত সাব্বির ১৭ সদস্যের দলে থাকলেও সৌম্য আছেন স্ট্যান্ডবাই হিসেবে। 

বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সৌম্য- সাব্বির। ধারনা করা হচ্ছিল সেখানে ভালো করবেন এই দুই ব্যাটার। কিন্ত ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আন-অফিশিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৮০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

সম্মানজনক স্কোর দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ব্যর্থতার ষোল কলা পূর্ণ করেছেন  এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান ও স্ট্যান্ডবাই থাকা সৌম্য। 

শুরুতে ব্যাট করতে নামা নাঈম শেখ ৫ বলে শূন্য রানে  সাজঘরে ফেরেন। এর পর ফর্মে থাকা সাইফ হাসানও ৫ বলে তোলেন ৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জাকের আলি।সৌম্য সরকারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। 

ধারনা করা হয়েছিল অনেক দিন পর জাতীয় দলে ডাক পাওয়া সাব্বির এই সফরেই নিজেকে খুজে পাবেন। কিন্ত সাব্বিরও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আউট হওয়ার আগে ৬ বলে করেন ৪ রান। 

বাকি গল্প শুধুই হতাশার।  অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২০ বলে ১২, মাহমুদুল হাসান জয় ১৫ বলে ৪, আর মৃত্যুঞ্জয় চৌধুরী ১ বলে ০, নাঈম হাসান ৫ বলে ০ রানে আউট হন।

শেষ পর্যন্ত ২৩ ওভার ২ বলে ৮০ রানে থামে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলে মাত্র ২৩ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এরপরেই বাংলাদেশের ক্রিকেটে ঘুরেফিরে আসছে পুরানো আলোচনা, এশিয়া কাপে  সাব্বিরকে রাখা সিদ্ধান্ত কি নির্বাচকদের ঠিক ছিল? জবাবটা ব্যাট হাতেই দিতে পারেন সাব্বির।

Exit mobile version