BJ Sports – Cricket Prediction, Live Score

আবারো টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন মাশরাফি

Mashrafe Bin Mortaza, one of the most successful captains in Bangladesh cricket history

Mashrafe is returning to T20 cricket again

২০২০ সালের মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তার পুনরায় ফেরাটাও প্রায় অনিশ্চিত। বলতে গেলে অঘোষিত অবসরেই চলে গেছেন নড়াইল এক্সপ্রেস। 

আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে বেশ সরব ম্যাশ। বিপিএল, ডিপিএলেও খেলছেন। সর্বশেষ ডিপিএলে খেলার পর আর কবে ম্যাশকে বাইশগজে দেখা যাবে তা নিয়েই ছিল সংশয়। তবে নতুন খবর হলো, আগামী সেপ্টেম্বরেই মাঠে নামছেন মাশরাফি। 

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে খেলার প্রস্তাব পেয়েছেন মাশরাফি। সেখানে খেলার জন্য তিনি সম্মতিও জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন লিজেন্ডস লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা রামান রাহেজা। চলতি বছরের সেপ্টেম্বরে ওমানে বসবে সাবেকদের এই আসর। 

চলতি বছরের জানুয়ারিতে তিন দলের অংশগ্রহণে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় লেজেন্ডস লিগ। সেখানে বাংলাদেশের মোহাম্মদ রফিক হাবিবুল বাশার সুমনও অংশ নিয়েছিলেন। সে আসরে স্কোয়াডে থেকেও বাশার ম্যাচ খেলার সুযোগ পান নি। তবে ম্যাচে উইকেট শিকার আর ২৫ রান করেছিলেন রফিক।

আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্যারিয়ার ওয়ানডের মতো রঙিন নয় ম্যাশের। ৫৪ ম্যাচে আছে ৪২ উইকেট। সবশেষ ২০১৭ সালে নেমেছিলেন মাঠে। টিটোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে মিশ্র অভিজ্ঞতা হয়েছে মাশরাফির। বিপিএলে সাফল্য থাকলেও, আইপিএলের ছোট ক্যারিয়ার অতোটা বর্ণীল নয়। এবার ওমানে লেজেন্ডস লিগে কেমন করেন, সেটা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

Exit mobile version