BJ Sports – Cricket Prediction, Live Score

আবারো কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

Pakistan vs. India

Pakistan vs. India

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। অপরদিকে ব্যাটিংয়ে ঠিক ছন্দে নেই ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। একসময় ক্রিকেটের অনেক রেকর্ড কোহলির দখলে থাকলেও, ধীরে ধীরে তা দখল করে নিচ্ছেন অন্যান্য তারকারা। বিশেষ করে সেই দৌড়ে এগিয়ে আছেন বাবর।

পাকিস্তানের জার্সিতে গত কয়েক ম্যাচ ধরে ধারাবাহিকতার অনন্য নজির স্থাপন করেছেন বাবর। ব্যাট হাতে একের পর এক নতুন কীর্তি গড়েছেন তিনি। পাকিস্তানের বর্তমান তিন ফরম্যাটের অধিনায়ক ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছেন কোহলিকে। এবার কোহলির আরো একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন তিনি। বর্তমানে সবচেয়ে বেশি দিন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্যাটসম্যান বাবর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির পর বাবর দ্বিতীয় ব্যাটসম্যান যিনি সবচেয়ে বেশি দিন র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকার নজির গড়লেন। এর আগে টানা ১০১৩ দিন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। এদিকে (২৮ জুন পর্যন্ত)  ১০২৯ দিন শীর্ষস্থান দখল করে আছেন বাবর।

শুধু যে টি-টোয়েন্টিতে রাজত্ব করছেন তা নয়, লম্বা সময় ধরে ওয়ানডে ক্রিকেটেও এক নম্বর ব্যাটসম্যান বাবর। এছাড়া টেস্ট ক্রিকেটও শীর্ষস্থান দখল করার পথে ছুটছেন তিনি।

সাদা পোশাকে যেভাবে তার ব্যাট হাসছে, তাতে খুব শীঘ্রই এক নম্বর ব্যাটসম্যান বনে গেলেও খুব একটা অবাক করার বিষয় হবে না। আর তাই যদি হয়, একইসাথে তিন ফরম্যাটেই এক নম্বর ব্যাটসম্যান হিসেবে বোলারদের শাসন করবেন বাবর।

Exit mobile version