BJ Sports – Cricket Prediction, Live Score

আজ ভারত – পাকিস্তান মহারন, ম্যাচের আগেই মুখোমুখি রোহিত শর্মা – বাবর আজম ? 

India - Pakistan high voltage match today, Rohit Sharma-Babar Azam face-to-face before the match?

আজ ভারত - পাকিস্তান মহারন, ম্যাচের আগেই মুখোমুখি রোহিত শর্মা - বাবর আজম ? 

এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত – পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮ টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। দুই দেশের রাজনৈতিক বৈরীতায় আইসিসি ইভেন্টের বাইরে দুই দলের দেখা হয়না। এশিয়া কাপের এই ম্যাচকে ঘিরে তাই ক্রিকেট প্রেমীদের উত্তেজনার পারদ বাড়ছে।

তবে মাঠের লড়াই শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই মুখোমুখি হয়ে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কি কথা বললেন দুই দেশের দুই ক্রিকেট তারকা? মাঠের লড়াইকে পাশে রেখে দুজনকে অবশ্য বেশ আন্তরিক ভাবেই কুশল বিনিময় করতে দেখা গেল। 

রোহিত-বাবরের কথা বলার একটি ভিডিও পোষ্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায় বেশ হালকা মেজাজেই কথা বলেন দুই ক্রিকেট মেগাস্টার। উত্তেজনার লেশ মাত্র দেখা যায়নি দুই অধিনায়কের মধ্যে। 

অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলেন রোহিত। ভারতের পরেই ছিল পাকিস্তানের অনুশীলন। ভারত অধিনায়ক ব্যাগ নিয়ে মাঠ ছাড়ার সময় মাঠে প্রবেশ করছিলেন পাক অধিনায়ক বাবর আজম। এ সময়েই মুখোমুখি হন দুই অধিনায়ক। হাসি মুখে কুশল বিনিময় করতে দেখা যায় দুই অধিনায়ককে। 

রোহিতের আগে বাবরের সাথে দেখা হয়েছে বিরাট কোহলির। তখনো দুজনকে হাস্যজ্বল রুপে দেখা গেছে। কে বলবে কয়েক ঘন্টা পরে হাই ভোল্টেজ ম্যাচে তারাই মুখোমুখি হচ্ছে?১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত, শ্রীলঙ্কা ৫ বার, পাকিস্তান ২ বার।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমিরা উত্তেজিত থাকলেও উত্তেজনার আবহে গা ভাসাতে চাচ্ছেননা ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা। দুই দেশের মধ্যে রাজনৈতিক দূরত্ব থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গায় প্রভাব পড়েনি। রোহিত শর্মা – বাবর আজমরা লড়াইটা যেন মাঠের ২২ গজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন।

এশিয়া কাপের মঞ্চে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত -পাকিস্তান। এতে ৮ বার জিতেছে ভারত, ৫ বার পাকিস্তান। ২ টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২০১৬ সালে এশিয়া কাপ হয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটে। সেই আসরে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে কারা জিতে সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version